Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

রান্নায় নুন বা হলুদ বেশী পরে গিয়েছে! এই সব ঘরোয়া উপায়ে হয়ে যাবে চটজলদি সমাধান…

তরকারি যত ভালো করেই রান্না করা হোক না কেন, নুন ছাড়া বিস্বাদ। আবার নুন বেশী পরে গেলে মুখে তোলা দায়! আবার কোনো রান্নায় বেশি হলুদ হয়ে গেলে পুরো রান্নার স্বাদই মাটি হয়ে যায়। হলুদ (turmeric) বেশি হয়ে গেলে সেটা মুখে তোলা একটু কষ্টকর হয়ে যায়। রান্নার রং যে বিকট হয়ে যায় সে তো বলাই বাহুল্য! উপরন্তু হলুদের অতিরিক্ত গন্ধও মোটে ভাল লাগে না। কিন্তু রোজ রান্নাঘরে হাজার ব্যাস্ততায়, তাড়াহুড়োয় এরকম না হওয়ার কিছু নেই। যাঁরা সারাদিন হেঁশেল সামলান, তাঁদের কাজের লিস্টি তো আর কম লম্বা নয়।
কিন্তু ভুলবশতঃ এরম হয়ে গেলে কি পুরো রান্না ফেলে দেবেন? একেবারেই না। আমাদের হাতের কাছেই রয়েছে এমন সব উপায় যাতে করে রান্নায় নুন হলুদের মাত্রায় হয়ে যাবে একেবারে ঠিক।

cooking tips for excess turmeric and salt

রান্নায় নুন কমাবেন কি করে?

কাঁচা আলুর টুকরা: তরকারিতে নুন বেশি মনে হলে কয়েক টুকরা কাঁচা আলু যোগ করুন। তরকারি থেকে অতিরিক্ত লবণ শোষণ করবে আলুর টুকরাগুলো। তরকারিতে ২০ মিনিট পর্যন্ত রাখতে হবে আলু। আলু দেওয়ার আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে।

আলুর খোসা

যে রান্নায় ঝোলের পরিমাণ বেশি, সেখানে নুন বেশি পড়ে গেলে একটি সহজ উপায় রয়েছে। কিছু আলুর খোসা রান্নায় ফেলে দিন। নিমেষে সব বাড়তি নুন টেনে নেবে। স্বাদ স্বাভাবিক হয়ে গেলে খোসাগুলি তুলে ফেলে দিন।

পেঁয়াজ

একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে দু’টুকরো করে নিন। তারপর সেগুলি রান্নায় ফেলে দিন। অতিরিক্ত নুন টেনে নেবে। অবশ্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তাতে রান্নায় একটু অন্য রকম স্বাদও আসবে।

রান্নায় হলুদের পরিমাণ কমাবেন কি করে?

ত্বক বা অম্ল জাতীয় জিনিস:

এই জিনিস শুধু আপনাদের রান্নায় অতিরিক্ত হলুদের স্বাদ কমাবে তা নয়। রান্নায় খুব ভালো একটা স্বাদ আনবে। হলুদ অতিরিক্ত হয়ে গেলে সেখানে আমচুর পাউডার দিতে পারেন। রান্নার স্বাদ খুব সুন্দর ব্যাল্যান্স হয়ে যাবে। এছাড়াও দিতে পারেন তেঁতুল। তেঁতুল অল্প জলে গুলে রান্নায় দিয়ে দিন। খানিক নেড়ে নিয়ে রান্না টেস্ট করে দেখুন। হলুদের বাড়তি স্বাদ আর পাবেন না। এছাড়া আরেকটি সহজ উপকরণ তো আছেই- টম্যাটো সস।

গোটা তেজপাতা

রান্নায় হলুদের অতিরিক্ত স্বাদ কমিয়ে আনবে তেজপাতা। শুধু গোটা চার-পাঁচটা তেজপাতা রান্নায় দিয়ে দিন আর ফুটিয়ে নিন কয়েক মিনিট। এর পর রান্না থেকে তেজপাতা সরিয়ে দিন। তেজপাতার গন্ধ হলুদের থেকে তীব্র আর সুন্দর। এই গন্ধ হলুদের গন্ধ সরিয়ে দেবে।

গরম খুন্তি

হলুদ তরকারিতে বেশি হলে কি করবেন! গ্যাসের মধ্যে একটা খুন্তি ভালো করে গরম করুন। লোহার খুন্তি হলে বেশি ভালো। বেশ গরম যখন হয়ে আসবে তখন ওই গরম অংশ রান্নার মাঝখানে দিয়ে দিন। ৫ মিনিট রান্নায় ডুবিয়ে রেখে তুলে ফেলুন। এবার তরকারি ভালো করে মিশিয়ে খেয়ে দেখুন

Related posts

‘ওমিক্রন’ সংক্রমনের মধ্যেই দাপট দেখাচ্ছে ডেলমিক্রন! ঠিক কতখানি ভয়ংকর?

News Desk

বিয়ের আগে ওজন বাড়ানো থেকে বড় পেটানো। জানুন বিয়ে নিয়ে পৃথিবীর নানান দেশের আজব প্রথা

dainikaccess

এমন এক গ্রাম যেখানে ঘরে ঘরে জন্মায় যমজ সন্তান। কি কারন?

dainikaccess