সারা দুনিয়ায় এখন করোনার নতুন আতঙ্ক ওমিক্রণ। আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বেই। সব থেকে চিন্তার কথা শিশুরাও এই স্ট্রেনে আক্রান্ত।
সম্প্রতি দিল্লির ম্যাক্স হাসপাতালের পালমনোলজি বিভাগের চিকিত্সক বিবেকে নাঙ্গিয়া এই ওমিক্রণ প্রজাতি সম্পর্কে বলেছেন কোভিড-১৯ এর পূর্ব স্ট্রেন ডেল্টার মতো ভয়ঙ্কর না হলেও এর সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। বড়রা বাইরে বেরোচ্ছেন এবং স্বাভাবিক ভাবেই ওমিক্রণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের থেকেই বাড়ছে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
ইজরাইলি স্বাস্থ্যবিধ আফশিন এমরানি ওমিক্রন নিয়ে কিছুটা আশ্বস্ত করে জানিয়েছেন এই প্রজাতি অত জোরালো নয়। বেশ মৃদু এই ভাইরাস। তাই শিশুরা আক্রান্ত হলেও ঝুঁকি খুবই কম। ওমিক্রন আস্তে আস্তে ডেল্টাকে সরিয়ে তার জায়গা নিচ্ছে। কিন্তু অতি সংক্রামক হবার কারণে যাই করে নি না কেন শিশুদের ওমিক্রনে আক্রান্ত হওয়া ঠেকানো যাবে না।
কিন্তু শিশুরা এই নতুন প্রজাতিতে আক্রান্ত কিনা বোঝা যাবে কীভাবে?
বিশেষজ্ঞ চিকিত্সকেরা জানাচ্ছেন শিশুদের মধ্যে কিছু উপসর্গ দেখা দিচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখতে হবে। জ্বর, সর্দি, গলাব্যথা, হাতে পায়ে ব্যথা, শুকনো কাশি হলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। কারণ এগুলি ওমিক্রনের উপসর্গ হতে পারে। শিশুদের নিয়ে চিন্তার অতিরিক্ত কারণ নেই। তবে যেসব শিশুর জটিল কোনো অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে ওমিক্রন চিন্তার কারণ হতে পারে।
শিশুদের নিরাপদ রাখবেন কিভাবে? তারা যেন সংক্রমণ বাড়িতে না আনেন বড়দের সে ব্যাপারটি মাথায় রাখতে হবে। বিশেষজ্ঞরা ওমিক্রন নিয়ে বিশেষ সতর্ক হতে বলছেন। বাড়তি নজর দিতে বলছেন শিশুদের দিকে। শিশুকে ওমিক্রনের আক্রমণ থেকে বাঁচাতে কী করবেন? রইল টিপস-
১) সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং হাতে স্য়ানিটাইজারের ব্যবহার করতে শেখান আর মাস্ক পরিয়ে রাখুন।
২) কোনও স্থানে হাত দেওয়ার পর সেই হাত নাকে মুখে দিতে বারণ করবেন।
৩) হ্যান্ড ওয়াশ দিয়ে সময়ে সময়ে হাত ধুয়ে নিতে বলুন।
৪) পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন।
৫) ঠিকঠাক টিকাকরণ প্রয়োজন বাচ্চার।
৭) জনবহুল এলাকায় যাবেন না বাচ্চাদের নিয়ে।
৮) সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন বাচ্চার জ্বর, সর্দি-কাশি, মাথা ব্যথা, গায়ে ব্যথা হলে।