Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

অজানা লকড প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট? লক করা প্রোফাইল দেখার উপায় জেনে নিন

ডিজিটাল মধ্যমের যুগে অনেকেই নিজের তথ্যের নিরাপত্তা রাখতে নানা উপায় খোঁজেন। অনেক সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিও নিজেদের ইউজারদের জন্য নিয়ে আসে নিত্যনতুন সিকিউরিটি ফিচারস। যেমন জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। নিজের ফ্রেণ্ড লিস্টের বাইরে যাতে অন্য কেউ কারো প্রোফাইল সম্পর্কে যাতে কোনো তথ্য না পায় সেই কারণে ফেসবুকের ইউজারদের জন্য নিয়ে এসেছে এক ফিচারস যেখানে ব্যক্তিগত নিরাপত্তার খাতিরে যে কেউ নিজের প্রোফাইল লক করে রাখতে পারে।

কিন্তু সমস্যা তখন হয় যখন যখন কেউ নিজের ফেসবুক প্রোফাইল লক করে অন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। বহু মানুষের কাছেই বিষয়টি হয় বিরক্তির। কেননা, কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তার বিষয়ে না জেনেই কারো বন্ধুত্বের আহ্বান স্বীকার করা অনেকের কাছেই অস্বস্তির। অন্তত তার প্রোফাইল টা এক বার ঘুরে দেখে আসা প্রয়োজন। কিন্তু লক প্রোফাইলে তা সম্ভব নয়।

কোনো ব্যাক্তির ফেসবুক প্রোফাইলের সুরক্ষার কথা মাথায় রেখেই এই লকড প্রোফাইল ফিচার এনেছে ফেসবুক। প্রোফাইল লক করা আইডি থেকে রিকুয়েস্ট পাঠানো মানুষটির জন্য বিষয়টি বিরক্তিকর না হলেও যার কাছে রিকোয়েস্ট পাঠানো হয় তার জন্য অনেকটাই বিরক্তিকর হয়ে থাকে।

ফেসবুকে এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ সমাধানও রয়েছে। যেই পদ্ধতির মাধ্যমে করে রিকুয়েস্টদাতা বা প্রোফাইল লককারীর বিষয়ে আপনি তথ্য পেতে পারেন…

লকড ফেসবুক প্রোফাইল দেখার প্রথম পদ্ধতি জেনে নিন:

ল্যাপটপ পিসি বা ডেস্কটপে ব্রাউজার ওপেন করে ফেসবুক খুলুন। এবারে যে লকড প্রোফাইলের তথ্য জানতে চাইছেন সেই লকড প্রোফাইলে যান। লকড প্রোফাইলটির প্রোফাইল পিকচারে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেসে ক্লিক করে সেই ইউআরএল (URL) কপি করে নিন। ব্রাউজারে নতুন একটি উইন্ডো খুলে সেখানে কপি করা ইউআরএল টি পেস্ট করে দিন। ফলে লক করা প্রোফাইলটির প্রোফাইল পিকচার খুলে যাবে এবং দেখা যাবে।

লকড প্রোফাইল দেখার দ্বিতীয় পদ্ধতি

লকড প্রোফাইল দেখার আরও একটি উপায় রয়েছে। লকড প্রোফাইলের ইউজারনেম নিয়ে ‘http://graph.facebook.com/username/userid/picture?width=2000&height=2000’ এই লিঙ্কে যেতে হবে। ইউজারনেমের জায়গায় নাম লিখলেই দেখা যাবে ব্যাবহারকারীর ফেসবুক প্রোফাইল পিকচার।

Related posts

পড়নে ময়লা পোশাক, ভিক্ষুক এই মহিলার ইংরেজি অবাক করবে! জানুন এনার করুন কাহিনী

News Desk

জীবনে ধনী হতে চান? এই গাছের ডাল ভেঙে পূর্ণিমার দিন মা লক্ষ্মীর চরণে রাখুন!

News Desk

এই সমস্ত অভ্যাস কমিয়ে দেবে আপনার স্পার্ম কাউন্ট!

News Desk