Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং বিনোদন

নারীসঙ্গ আর যৌনতার নেশায় আসক্ত ছিলেন নিক, কীভাবে সবটা সহ্য করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া

বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস ছিলেন নারীর নেশায় মত্ত। সূত্র থেকে জানা গেছে প্রিয়াঙ্কার সাথে প্রেমে পড়ার আগে চার বিদেশি নারীসঙ্গ ছিল নিক জোনাসের। নিক লাইমলাইটের শীর্ষে ছিলেন সব সময়ই জীবনের প্রথম প্রেম থেকে চুম্বন সবেতেই। দেশি গার্ল প্রিয়ঙ্কা, কীভাবে সহ্য করেছিলেন সবটা জানলে চমকে যাবেন।

বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার ১০ বছরের ছোট হলিউড পপ তারকা নিক জোনাস (Nick Jonas) স্বামী। একাদিক নারীসঙ্গে তার আগে মজে ছিলেন নিক ।

স্কুলে পড়াকালীন হলিউড পপ তারকা নিক জোনাস (Nick Jonas) ১৪ বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলেন। এবং নিক ১ বছর তার সঙ্গে সম্পর্কে ছিলেন।

মাইলি সাইরাস নিক জোনাসের প্রথম প্রেম। নিকের প্রথম প্রেম আমেরিকান গায়িকা তথা ডিজনি তারকা মাইলি-ই ছিল। নিক জোনাস এর জীবনে মাইলি প্রথম মেয়ে যাকে চুম্বন করেছিলেন। প্রথম মাইলিকে চুন্বন করেছিলেন নিক, রান্নাঘরের বাইরে একটি সাক্ষাৎকারে নিক (Nick Jonas) জানিয়েছিলেন।

সম্পর্কও বেশিদিন টেকেনি মাইলির সঙ্গে। তারপরই নিক সেলিনা গোমজের সঙ্গে সম্পর্কে জড়ান। খুব বেশিদিন স্থায়ী হয়নি (Nick Jonas) সেই সম্পর্কও।

২০১১ সালে নিক (Nick Jonas) অষ্ট্রেলিয়ান গায়িকা ডেল্টার প্রেমে পরেন। তাদের মাত্র ১০ মাস পরেই ব্রেকআপ হয়েছিল। ৪ বছরের বড় ডেল্টাও ছিল নিকের থেকে। বেশিদিন টেকেনি সেই সম্পর্কে।

২০১৩ সালে পপতারকা (Nick Jonas) জনপ্রিয় ফ্যাশন মডেল অলিভিয়ার প্রেমে পড়েন। ২ বছরের বেশি স্থায়ী হয়নি সেই সম্পর্কও। সম্পর্কে ভাঙন ধরে ২০১৫ সালে। তবে কি সঙ্গমে মজেছিলেন নিক নাবালক অবস্থাতেই, একাধিক প্রশ্ন তা নিয়েও উঠেছে।

অবশেষে নিকের জীবনে ৪ বিদেশির পর আসে দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । প্রথম বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়ঙ্কা গ্রিসেই। এবং প্রিয়ঙ্কা চোপড়া মেয়েদের শরীরী নেশায় আসক্ত নিকের সবটা জেনেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু বয়সের পার্থক্য যাই হোক দুজনের দাম্পত্য জীবন দিব্যি চলছে। সাথে সাথে খুব একটা প্রভাব পড়েনি নিকের অতীত জীবনের বিষয়ে।

নিক জোনসের (Nick) মতে, এমন সম্পর্ক থাক উচিত স্বামী-স্ত্রীর মধ্যে, যেখানে বিনা বন্ধন ছাড়াই ভালবাসা যায় একে অপরকে। যদি এটাই সত্যি অদ্ভুত লাগলেও । পারফেক্ট লুকে নয়, নিক প্রিয়ঙ্কাকে দেখতে চায় বরং খানিক অগোছালো লুকেই।

Related posts

অনলাইনে গেম খেলতে গিয়ে খোয়া গেছে টাকা, দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ ছাত্রের

News Desk

৭৫ ঊর্ধ্ব বয়সীদের জন্য দুর্দান্ত সুযোগ আনলো এই রাজ্যের সরকার! বিমানে করে তীর্থযাত্রা

News Desk

৭১ দিন পর দেশে সর্বনিম্ন করোনা দৈনিক সংক্রমন , কিছুটা কমল মৃত্যু সংখ্যা

News Desk