Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

শ্রীরামপুরের গঙ্গায় ৭ কেজি ওজনের পাথর ভাসছে জলে! হতবাক স্থানীয়রা, সত্যিটা কি?

স্থানীয়রা হঠাৎই হতবাক! আচমকাই পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের গঙ্গার ঘাটে দেখা গেল এক অপূর্ব দৃশ্য। আশ্চর্য্যজনক ভাবে দুটি পাথরকে নদীর জলে ভাসতে দেখা গেল। প্রত্যক্ষদর্শী অনিকেত ঝা এবং মনোজ সিং দাবি করেছেন, দুটি পাথরে জয় শ্রী রাম লেখা ছিল। তারা বলেন ‘আমার যখন হাতে নিয়ে দেখলাম, বুঝলাম এই পাথর দুটির আনুমানিক ওজন ৬ কেজি থেকে ৭ কেজি।’ কালো রঙের এসব পাথর নদীতে ভাসতে দেখা গেছে। তাদের দেখতে শ্রীরামপুরের গঙ্গা ঘাটে ভিড় জমায় স্থানীয় লোকজন। এর পরে লোকেরা এই পাথরটি গঙ্গায় ফেলে দেয়।

স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা দাস বলেন, তিনি রামায়ণকালে ভগবান শ্রী রামের দ্বারা পাথর দিয়ে একটি সেতু নির্মাণের কথা শুনেছিলেন, কিন্তু আজ তিনি বাস্তবে এমন একটি পাথর দেখেছিলেন, যা জলে রীতিমত ভাসতে দেখা গেছে। এ বিষয়ে বৈজ্ঞানিক তথ্য প্রদান করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সিনিয়র সদস্য চন্দন দেবনাথ বলেন, পাথরের ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে কম হলে এমনটি সম্ভব যে পাথর জলে ভাসছে।

তিনি বলেন, তবে সব সময় পাথর হবে এমনটা কথা নেই। অনেকসময় দেখা যায় অন্য কোনো কিছু। এ ছাড়া কোনো পূজার পাঠের সময় থার্মোকলের ওপর কালো সিমেন্টের প্রলেপ দিয়ে যদি এমন কোনো বস্তু নদীতে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে ওই বস্তুর ভেতরের ফাঁপা থাকার কারণে তা অবশ্যই নদীতে ভেসে যাবে। জল চন্দন দেবনাথ বলেন, তথাকথিত পাথরটি না দেখে এবং পরীক্ষা না করে জলে ভাসানোর ঘটনা সম্পর্কে সঠিকভাবে কিছু বলা যাবে না। অবশ্য তারা যাই বলুক স্থানীয়রা এই দৃশ্যে যারপরনাই বিস্মিত।

Related posts

চণ্ডীগড় ইউনিভার্সিটির ৬০ ছাত্রীর স্নানের ভিডিও ভাইরাল, আত্মহত্যার চেষ্টা ৮ জনের

News Desk

রঙের উৎসবের আবহেও ভারতে করোনা সংক্রমণের হারে লাগাম! তাও চিন্তা থাকছেই

News Desk

চীন ও ইউরোপে আবার ভয় ধরাচ্ছে করোনা! ভারতে কবে আসবে চতুর্থ ঢেউ, জানালেন বিশেষজ্ঞরা!

News Desk