Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আচমকাই উত্তপ্ত হয়ে গেল গোটা বাড়ি! টিভি- ফ্যান ফেটে গেল সশব্দে, ভয়ঙ্কর ঘটনা হাওড়ায়

একটি ১লক্ষ ৩৩ হাজার ভোল্টের তার ঝুলে ছিল বাড়ির উপরে৷ বাড়িটি টিনের চাল দেওয়া, আর সেই টিনের চালে ওই তার ঝুলে গিয়ে লেগে যায় কোনও ভাবে৷ আর সেই কারণেই পুরো বাড়ি বিদ্যুতের সংস্পর্শে এসে আগুনে ঝলসে গেলো৷ আসবাবপত্র থেকে শুরু করে যত বৈদ্যুতিক যন্ত্র ছিল সব আগুনে ধুলিস্বাত হয়ে গেছে৷ বাড়ির বাইরে কোনও ভাবে বেরিয়ে এসে প্রাণ রক্ষা হয় ওই পরিবারের সদস্যদের৷

হাওড়ার বাঁকড়ার মিশ্রপাড়ায় সোমবার দুপুরে এমনই ঘটনা ঘটলো৷ ওই ঘটনাস্থলে খবর পাওয়ার সাথে সাথে দমকল ও বিদ্যুৎ পর্ষদের কর্মীরা ছুটে যান৷ যদিও বিদ্যুৎ পর্ষদের উল্টে অভিযোগ, যে ওই বাড়িটি বেআইনি ভাবে নির্মাণ করা হয়েছিল৷ ঘটনাটি ঘটেছে এদিন দুপুর বেলায়৷ প্রায় জনা পাঁচেক সদস্য সেই সময় ওই বাড়িটিতেই ছিলেন৷ পরিবারের সদস্যরা আচমকাই অনুভব করেন, যে গোটা বাড়িটিই গরম হয়ে উঠছে৷ বাড়ির টিভি, ফ্যান কিছুক্ষনের মধ্যেই বিকট আওয়াজে ফেটে যায়৷ সমস্ত আসবাবপত্রে আগুন লেগে যায়৷

আর সঙ্গে সঙ্গে প্রত্যেকে বাড়ির বাইরে চলে আসেন৷ প্রতিবেশীরাও জড়ো হয়ে যান চিৎকার চেঁচামেচীতে৷ তখন দেখে বোঝা যায় যে তার বাড়ির চিলেকোঠার টিনের চালের উপরে এসে পড়েছে বাড়ির উপর দিয়ে যাওয়া হাই টেনশন৷ ওই তার প্রতিবেশীরাই বাঁশ দিয়ে সরিয়ে দেন৷

এর পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন বিদ্যুৎ পর্ষদের কর্মীরা এসে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিবারের প্রত্যেকের মৃত্যুর আশঙ্কা ছিল যদি তারা সময় মতো বাড়ি থেকে না বেরোতো৷ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় রাজ্য বিদ্যুৎ পর্ষদের হাওড়ার এরিয়া ম্যানেজার জানিয়েছেন, ‘এটা ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে৷ বেআইনি ভাবে প্রশাসনকে লুকিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে৷ হাওড়ার অনেক এলাকায় বহুক্ষন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হয় এই ঘটনার জন্য৷ ওই বাড়ির সব সদস্যের মৃত্যু হতে পারত৷ নিজেরাই নিজেদের জীবনের বিপদ ডেকে এনেছেন৷ অনেকেই এরকম ঘটনা করছে৷’ ওই বিদ্যুৎ দফতরের কর্তার দাবি, তার ঠিক ভাবেই গিয়েছে৷ কিন্তু এইভাবে বেআইনি নির্মাণের কারণেই বিপত্তি হয়েছে৷

Related posts

কাঁঠালের নাকি অনেক উপকারী দিক আছে, কাঁঠালের যে এত উপকার আছে জানতেন?

News Desk

অসুস্থ হয়ে কয়েক ঘণ্টার মধ্যে একে একে মারা গেলেন একই পরিবারের তিনজন, নিতান্তই কাকতলীয়

News Desk

হস্তীর মৃত শরীরের উপর সিংহবাহিনী দেবী! কে এই দেবী জগদ্ধাত্রী?

News Desk