Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
Uncategorized

ক্যান্সার চিকিৎসার সময় ভুলেও এই সমস্ত খাবার খাবেন না

সমস্ত ধরনের ভেষজ জিনিসই সব সময় মানুষের শরীরের বন্ধু হতে পারে না। কারণ প্রতিটি ভেষজ জিনিসই কিছু না কিছু উপাদানের সমষ্টি। যেমন এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যা ক্যান্সারের চিকিৎসা কে বাধাগ্রস্ত করতে পারে। সম্প্রতি ক্যান্সার বিষয়ক একটি কনফারেন্সে এই সম্পর্কিত তথ্য দেয়া হয়েছে।

ক্যান্সার চিকিৎসা একটি জটিল চিকিৎসা পদ্ধতি। তাই শরীরের কোনো উপাদান বেশি কম হলে তা চিকিৎসায় বাধা হতে পারে। আর এমন অনেক ভেষজ জিনিস রয়েছে যেই গুলির কারণে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হরমোন থেরাপি এবং কেমোথেরাপির উপর অনেক বাঁধা সৃষ্টি করতে পারে। এছাড়া আরো কিছু ভেষজ পণ্য আছে যেগুলো রক্ত জমাট বাঁধতে দেরি করে ফলে হতে পারে কান্সার চিকিৎসায় প্রতিবন্ধকারি।

ayurveda to build immunity in children

ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, কিছু ভেষজ জিনিস আছে যেই গুলির উপস্থিতির কারণে রক্ত জমাট বাঁধতে অনেকটাই দেরি হয়। এগুলোর মধ্যে রয়েছে – রসুন, জিনসেং এবং হলুদ

যেমন যখন স্তন ক্যান্সার যখন শরীরে ছড়িয়ে পড়ে তখন যদি রোগী রসুন কিংবা আদা খাই তাহলে চামড়ার ক্ষত সারতে দেরি হতে পারে।

ক্যান্সারের গবেষণা বলছে, ক্যান্সারের চিকিৎসা যখন চলে সেই সময় মাল্টা এবং কমলার ইত্যাদির মতো খাবার এড়িয়ে চলা উচিত। কারণ, ক্যান্সারের যে সকল ঔষধ রয়েছে তা শরীরের ভেতরে ভেঙ্গে কাজ করে। মাল্টা এবং কমলার মত খাবার এই পদ্ধতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এছাড়া এই ধরনের খাবারের মধ্যে কামরাঙ্গা, বাঁধাকপি এবং হলুদও এই তালিকায় রয়েছে। তালিকাটি তৈরী করেছে ব্রিটেনের ক্যান্সার রিসার্চ।

প্রতিষ্ঠানটি বলছে, ” প্রথাগত চিকিৎসার বাইরে যে কোন অন্যান্য ভেষজ জিনিস খাবার আগে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন। এটি বিশেষ ভাবে প্রয়োজনীয়। বিশেষ করে আপনি যদি ক্যান্সার চিকিৎসার মাঝামাঝিতে অবস্থান করেন।”

Related posts

ভারতের হাতে এলো স্পুটনিক ভি, জেনে নিন রুশ প্রতিষেধকের সম্পর্কে যাবতীয় তথ্য

News Desk

শত্রুপক্ষের আকাশে অগ্নিবৃষ্টি করবে ভারতের এই নতুন মিশাইল। জানুন বিস্তারিত

News Desk

গত ২৪-ঘণ্টায় ভারতে হ্রাস পেয়েছে দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যু

News Desk