Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

এক মাসে দু’বার পিরিয়ড হওয়ার বিষয়টি কি উদ্বেগের? চলুন জেনে নেওয়া যাক

সাধারণত একটি মেয়ের ২৫ থেকে ২৮ দিনের ব্যবধানে পিরিয়ডস হয়। কিন্তু ৩৫ দিন অবধি যেকোনো সময়ে পিরিয়ড হওয়াকেই চিকিৎসা বিজ্ঞানে স্বাভাবিক হিসাবে দেখা হয়। কত দিনের ব্যবধানে পিরিডস হবে যদিও এটা মোটামুটি নির্ভর করে কোনো নির্দিষ্ট মহিলার হরমোনের এবং আরো নানা শারীরিক কন্ডিশনের উপর। সঠিক সময়ের ব্যবধানে অর্থাৎ ২৫ থেকে ২৮ দিনের ব্যবধানে পিরিয়ডস হলে সেক্ষেত্রে কোনও অসুবিধার কারণ নেই। কিন্তু বহু মহিলার ক্ষেত্রে দেখা যায় যে একই মাসে দু’বার পিরিয়ডস হয়ে যায়। এই বিষয়টি কি চিন্তার কারণ? চলুন জেনে নেওয়া যাক…

মাসে দুবার বা তারও বেশি পিরিওডস হওয়া, অথবা দু মাস ছাড়া ছাড়া একবার পিরিওডস হওয়া- এই ধরনের বিষয়কে অনিয়মিত ঋতুস্রাব বলা হয়। এই জাতীয় সমস্যার সন্মুখীন হলে সাথেসাথেই সাবধান হওয়া জরুরি। প্রতিমাসে পিরিওডস হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া মহিলাদের শরীরে। কিন্তু এই প্রক্রিয়া স্বাভাবিক ভাবে না চললে, বাকি সব শারীরিক জটিলতার মতই সচেতন হওয়া জরুরি। কারণ মহিলাদের শরীরে ঋতুস্রাব সম্পর্কিত কোনও সমস্যা দেখা দিলে তা ভবিষ্যতে আরও নানান রোগের কারণ হয়ে দাঁড়ায়।

কিন্তু এমন ঘটনা কেন ঘটে? এর পিছনে রয়েছে নানা কারণ। সম্ভাব্য কারণগুলি জেনে নিন…

কোনো মহিলার যদি মেনোপজের সময় এগিয়ে আসে, সেই ক্ষেত্রেও কোনো মহিলা এই সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু এটি স্বাভাবিক , এতে ভয় পাওয়া কিছু নেই।

এছাড়া ওজন অতিরিক্ত বেড়ে যাওয়া এই অনিয়মিত পিরিওডস এর বড় একটি কারণ। এই ক্ষেত্রে ওজনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি। এছাড়াও যদি ওভারিয়ান সিস্ট থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। অন্যদিকে মানসিক চাপের কারণেও এমন সমস্যা দেখা দিতে পারে।

এছাড়াও দুটি কারণ এমন আছে, যার জন্য কোনও কোনও মাসে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে। প্রথমত গর্ভাবস্থা এবং দ্বিতীয়টা হল গর্ভপাত। আমরা মনে করি প্রেগন্যান্ট হওয়া মানেই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। কিন্তু গর্ভবতী হওয়ার পরেও মাঝে রক্তপাত হয়। বিশেষ করে প্রথম তিন মাসে এমন সম্ভবনা থাকে। তবে এটি গর্ভপাতের লক্ষণও হতে পারে। তাই দ্রুত চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করা উচিত। যৌন মিলন বা সেক্স করার পরেও এমনটা ঘটে।

Related posts

মস্তিষ্কের গঠন উন্নত করতে জুড়ি নেই এই পানীয়র। নাম জানলে চমকে উঠবেন

News Desk

খাওয়ার পর অনেকেই ফেলে দেন এই ফলের বীজ। কিন্তু এর খাদ্যগুন অবাক করবে আপনাকে

News Desk

কোভিড রোগীদের সাহায্যে হাসপাতাল-হোটেল চুক্তি।

News Desk