Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

কোভিড রোগীদের সাহায্যে হাসপাতাল-হোটেল চুক্তি।

প্রতিদিন কোভিড রোগীর সংখ্যা বেড়েই চলেছে কলকাতায়। তার সঙ্গে সঙ্গেই বাড়ছে হাসপাতালে ভর্তি হতে আসা রোগীর সংখ্যা। কিন্তু অনেক সময়েই হাসপাতালে রোগীদের জন্য শয্যা মিলছে। ভর্তির লাইনে রয়েছেন বহু রোগী। এই অবস্থায় হাসপাতালের সঙ্গে চুক্তির মাধ্যমে রোগীদের ভর্তিতে এগিয়ে এল পূর্ব ভারতের হোটেল অ্যাসোসিয়েশন সংস্থা। হাসপাতালে শয্যার অভাব হলে যাতে রোগীদের অন্যত্র কাছেই দু’কিলোমিটারের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সে জন্যই এই প্রচেষ্টা। এই প্রচেষ্টাকে বলা হচ্ছে স্যাটেলাইট কেন্দ্র।

কোভিড রোগীদের সাহায্যে হাসপাতাল-হোটেল চুক্তি।

পূর্ব ভারতের হোটেল এবং রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সভাপতি সুদেশ পোদ্দার বলেন, “আমরা কোভিড রোগীদের জন্য প্রায় এক হাজার শয্যার ব্যবস্থা করেছি। এই সব জায়গায় অল্প বিস্তর অসুস্থ রোগী হাসপাতালে জায়গা না পেলে এখানে থাকবেন। হাসপাতালে চিকিৎসক টিম তাঁদের দেখভাল করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনেই ওই সব রোগীর চিকিৎসা হবে।”

পূর1ব ভারতের হাসপাতাল অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক বড়ুয়া বলেন, “অল্প অসুস্থ রোগীদেরই ওই সব হোটেলের ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে ওই সব ঘরে পর্যাপ্ত অক্সিজেন এবং অন্যান্য ওষুধ ও পথ্যের যথাযথ ব্যবস্থা করা হয়েছে। ওই সব জায়গায় যাতে চিকিৎসায় কোনও ঢিলেমি না হয় দেখা হবে।”

হাসপাতাল সূত্রে বলা হচ্ছে, হাজার হাজার কোভিড রোগীর ভিড়কে হাসপাতালে জায়গা দিতে হিমশিম খাচ্ছে তারা । এই অবস্থায় এমন ব্যবস্থা রোগীদের চিকিৎসা ও যথাযথ পথ্য পেতে সাহায্য করবে। এই অবস্থায় হাসপাতালের সঙ্গে চুক্তির মাধ্যমে রোগীদের ভর্তিতে এগিয়ে এল পূর্ব ভারতের হোটেল অ্যাসোসিয়েশন সংস্থা। হাসপাতালে শয্যার অভাব হলে যাতে রোগীদের অন্যত্র কাছেই দু’কিলোমিটারের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করা যায়, সে জন্যই এই প্রচেষ্টা। এই প্রচেষ্টাকে বলা হচ্ছে স্যাটেলাইট কেন্দ্র। এই সব জায়গায় অল্প বিস্তর অসুস্থ রোগী হাসপাতালে জায়গা না পেলে এখানে থাকবেন। হাসপাতালে চিকিৎসক টিম তাঁদের দেখভাল করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনেই ওই সব রোগীর চিকিৎসা হবে।”

Related posts

শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে খাদ্য তালিকায় রাখুন এই ৪ ফল! দ্রুত পরিবর্তন চোখে পড়বে

News Desk

হাজার চেষ্টাতেও বেড়ে যাচ্ছে ভুঁড়ি, ঘরোয়া কিছু উপায় মানলেই দ্রুত কমবে পেটের মেদ

News Desk

ত্বকের উপর দেখা দিচ্ছে কালচে দাগছোপ! কেন হয় এরম দাগছোপ! কি উপায়ে মুক্তি মিলবে?

News Desk