Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

গরুর গোবর দিয়ে নামমাত্র খরচে তৈরী হবে AC এর মত ঠান্ডা ঘর! হরিয়ানার গবেষকের দুর্দান্ত আবিষ্কার

বিশ্ব উষ্ণায়নের ফলে দিন দিন যেন গরম বেড়েই চলেছে। তার সাথে পাল্লা দিয়ে চলেছে এসির ক্রমবর্ধমান ব্যবহার। কৃত্রিম উপায়ে ঘর ঠান্ডা করার এই মেশিন যেমন স্বাস্থ্যের ক্ষতি করে তেমন পরিবেশের জন্য ভালো নয়। এসির থেকে নির্গমন হয় CFC যা গ্রীন হাউজ গ্যাস তৈরী করে। পাশাপাশি এসির দাম বহু মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। এমন অবস্থায় পথ দেখিয়েছে হরিয়ানার বাসিন্দা ডক্টর শিবদর্শন মালিক। তিনি দাবি করছেন তার কাছে রয়েছে বাড়ি তৈরীর এমন এক প্লাস্টার যা বাড়িকে রাখবে এসি ঘরের’ মতন ঠান্ডা। সবথেকে বড় কথা এই প্লাস্টার যার নাম বৈদিক প্লাস্টার তৈরি হয়েছে গরুর গোবর থেকে। সিমেন্টের জায়গায় এই বিশেষ প্লাস্টার দিয়ে বাড়ি বানালে তা সিমেন্টের তৈরি বাড়ির তুলনায় যে অনেকটা ঠান্ডা হবে তাই নয় একইসঙ্গে শীতকালে ঘর গরমও থাকবে।

শিবদর্শন মালিক, ২০০৫ সাল থেকে বৈদিক প্লাস্টার তৈরীর কাজ শুরু করেছিলেন। আমাদের দেশের গরুর গোবরে জিপসাম, গুয়ার গাম, মাটি এবং আরো বেশকিছু সম্পূর্ণ অর্গানিক উপাদান বিলিয়ে তিনি প্রস্তুত করেছেন এই বৈদিক প্লাস্টার। ডক্টর মালিক জানিয়েছেন, গোবর ব্যবহার হলেও এই প্লাস্টার সম্পূর্ণ অগ্নি বিরোধী এবং পাশাপাশি তাপরোধকও বটে। ব্যাকটেরিয়া সহ রোগজীবাণু দূরে রাখে। বহুদিন ধরে নানা গবেষণার পরই তিনি বানিয়েছেন এই বৈদিক প্লাস্টার। তিনি জানিয়েছেন এর খরচও বেশ কম। ১ বর্গফুট এলাকায় এই প্লাস্টার করার জন্য খরচ পড়ে ২০ থেকে ২২ টাকা মাত্র। তার দাবি এটি যেমন সস্তা তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকারী। তার তৈরি এই বৈদিক প্লাস্টার বর্তমানে বেশ খ্যাতি পেয়েছে। নানা জায়গা যেমন কলকাতা, মুম্বাই, কর্ণাটক, গুজরাট ইত্যাদি তে ইতিমধ্যেই তিনশোরও বেশি বাড়ি নির্মীত হয়েছে এই বৈদিক প্লাস্টার দিয়ে।

কিভাবে এলো এই বৈদিক প্লাস্টার তৈরির ভাবনা। ডক্টর মালিক জানান যে “ প্রাকৃতিক জিনিসের কোন বিকল্প হয় না আর প্রকৃতিকে সাথে করে চলার মাধ্যমেই আমরা প্রকৃতিকে বাঁচাতে পারি। আগেকার দিনে প্রতিদিন বাড়ি গোবর লেপে নিকানো হত। তাতে বাড়ির পরিবেশ ভালো থাকতো সাথে স্বাস্থ্যও। এসব আমরা করিনা আর এখন, তাই রোগও বাড়তে শুরু করেছে৷ দেশি গোবরে রয়েছে উল্লেখযোগ্য মাত্রায় প্রোটিন উপাদান। তাই এটি বাড়ির বাতাসকে বিশুদ্ধ রাখতে ভীষণ কার্যকরী। তাই বৈদিক প্লাস্টারে দেশি গোবর ব্যবহার করা হয়।” তাছাড়া এই বিশেষ প্লাস্টারে নির্মিত বাড়ি গরমকালে খুবই আরামদায়ক। বাইরের তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি ছুলেও, নির্মাতার দাবি এই প্লাষ্টারে নির্মিত ঘরের ভিতরে তাপমাত্রা হবে খুব জোর ২৮ থেকে ৩১ ডিগ্রি।

প্রসঙ্গত দিল্লি থেকে ৭০ কিলোমিটার দূরের রোহতকের বাসিন্দা এই ডক্টর মালিক দিল্লি আইআইটি, বিশ্বব্যাংক সহ একাধিক সম্মানীয় সংস্থায় পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

Related posts

সরকারি চাকরি পাওয়া মাত্রই করে নিলেন দ্বিতীয় বিয়ে! বিচার চেয়ে প্রথম স্ত্রী থানায়

News Desk

শারিরীক চাহিদা মিটলে আমাকে ছেড়ে দিল, ওকে কিন্তু ছেড়ে দিও না, লিখে চূড়ান্ত পদক্ষেপ তরুণীর

News Desk

মৃত স্বামীরই পুনর্জন্ম হয়েছে গরু রূপে! স্থির বিশ্বাস থেকে আপন করে নিলেন স্ত্রী

News Desk