Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী! দেখা মাত্রই ভয়ে মণ্ডপ ছেড়ে পালালো বর

কোনও কমতি ছিল না আয়োজনের। ধীরে ধীরে অতিথিদেরও আগমন হয়েছিল। শেষে বিয়ে টা আর হল না! প্রথম স্ত্রী মণ্ডপে হাজির হল। তার সঙ্গে সেখানে আবার দুই শিশু সন্তানও উপস্থিত হল! সেই বিয়ের আসর থেকেই গ্রেফতারির ভয়ে পালালেন বর নিজেই। আসানসোলে এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল অশান্তির সূচনা হয়েছে। জী ২৪ ঘন্টায় খবরটি প্রকাশিত হয়েছে।

আসানসোলের হাটন রোডের একটি হোটেলে শুক্রবার বিয়ের আসর বসেছিল। আসানসোলেরই বুধা এলাকায় বাসিন্দা পাত্র পঙ্কজ পাসোয়ান। স্থানীয় এক তরুণীর সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। বাকি সব প্রস্তুতি তখন শেষ। তৈরি করা হচ্ছিল বিয়ের মণ্ডপ। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার আগেই বর-কনে, ঘটল এই বিপত্তি।

কেন? বিয়ের আসরে আসেন এক মহিলা স্থানীয় সূত্রে খবর, দুই শিশুকে নিয়ে। পঙ্কজের প্রথম স্ত্রী বলে নিজেকে পরিচয় দিয়ে রীতিমতো চিৎকার-চেঁচামিচি করতে শুরু করেন তিনি। ওই মহিলার দাবি, বিহারের জামুই-র বাসিন্দা তিনি। সাত বছর আগে তাঁকে বিয়ে করেছেন পঙ্কজ ভালোবেসে। এমনকী, তাঁদেরই সন্তান সঙ্গে থাকা দুই শিশু!

কোথায় ছিলেন এতদিন? খবরই বা পেলেন কী করে? ওই মহিলার দাবি, তাঁকে ও দুই সন্তানকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন পঙ্কজ মাস চারেক আগে। কিছুদিন আগে, স্বামী ফের বিয়ে করতে চলেছেন জানতে পারেন! এরপর আসানসোলে দুই সন্তানকে নিয়ে চলে আসেন। স্টেশনে রাত কাটিয়েছেন তিনি অভুক্ত অবস্থায়। শেষপর্যন্ত থানায় যখন অভিযোগ জানানোর হুমকি দেন, তখন অভিযুক্ত পঙ্কজ পাসোয়ান বিয়ের মণ্ডপ থেকে পালান। যদিও থানায় কোনও অভিযোগ এখনও পর্যন্ত দায়ের করা হয়নি বলে খবর।

Related posts

স্বামী স্ত্রীর একসাথে শুতে মানা; চুমু খাওয়াও নিষিদ্ধ! করোনা সংক্রমণ ঠেকাতে ঘোষণা এই দেশের

News Desk

আবারও কাঁপন ধরাচ্ছে করোনা! মহারাষ্ট্রে একদিনেই সংক্রমণ বাড়লো ১০৩%, ভরছে হসপিটাল

News Desk

চাঞ্চল্যকর! ৯০ বছর বয়সী বৃদ্ধ শ্বশুরমশায়ের হাতে মারাত্মক পরিণতি ৫৭ বছরের পুত্রবধূর

News Desk