Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

হঠাৎই গণবিবাহের আসর থেকে ‘গা ঢাকা’ দিল বর, খুঁজতে গিয়ে কারনটা জেনে অবাক পুলিশ

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। এই এলাকার শরিফাপুর গ্রামে এক গণবিবাহের আসর বসেছিল উত্তরপ্রদেশের মন্ত্রী ধরমপাল সিংয়ের থাকাকালীন। সেই গণবিবাহের আসরে প্রায় ১৪৪ জোড়া নারী পুরুষের আয়োজন করা হয়েছিল। হঠাৎ করেই সেই বিয়ের আসরের মধ্যে থেকে এক যুবক পালালো। কিন্তু এখন প্রশ্ন এটাই যে কি কারণে ওই যুবক বিয়ের আসর থেকে পালালো?

এই ঘটনার কারণে প্রচন্ড বিরক্ত সেখানকার উদ্যোক্তারা। কিন্তু উদ্যোক্তারা দিশা খুঁজে পাচ্ছেননা কি করবেন আর কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে। নানান জায়গায় সেই পাত্রের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে যে ওই যুবক আসলে পন চেয়েছিলো কনের পরিবারের তরফ থেকে। কিন্তু এই বিয়ের আসরে ওই যুবক আসার পরই জানতে পারেন যে ওই কনের পরিবার পন আনতে পারেননি। আর এটা জানতেই ওই যুবক বিয়ের আসর ছেড়ে চম্পট দেন।

পুলিশ আরও জানিয়েছেন, ওই গণবিবাহের আসরে ওই যুবক বসেও পড়েছিলেন। হঠাৎ করেই তিনি জল খেতে ওঠেন। এরপর থেকেই ওই যুবক নিখোঁজ, কোনও খোঁজ পাওয়া যাচ্ছেনা তাঁর। মেয়ের বাড়ির থেকে ওই যুবকের খোঁজ করছে। অনেকক্ষন হয়ে যাওয়ার পর অবশেষে পুলিশও ওই যুবকের খোঁজ চালাচ্ছে।

কিন্তু ওই বর আসলে কি পন চেয়েছিলো? কনের মা জানিয়েছেন যে ওই যুবক পন হিসেবে বাইক চেয়েছিলো। যদিও বাইক কেনার মতো আর্থিক অবস্থা তাঁর ছিল না। আর তাই জন্যই তারা বাইক আনতে পারেননি। আর তা জানতেই পেরেই পালান ওই যুবক।

Related posts

গত কয়েক দিনের চেয়ে সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ! বাড়লো মৃত্যুও

News Desk

সপ্তাহের কোন কোন দিনে কোনো নারীর মধ্যে যৌনইচ্ছা বৃদ্ধি পায়, জানাল গবেষণা

News Desk

২০ বছর ধরে নারীদের মত ঋতুস্রাব হতো যুবকের! কিভাবে সম্ভব? হতবাক ডাক্তার রাও

News Desk