সারা পৃথিবীতে প্রযুক্তিগত সংস্থা হিসাবে সবার উপরে নাম থাকে গুগল -এর। কিন্তু সেই গুগল কিনা শেষ মেষ জাপানে বিক্রি করছে আলুর চিপস। হঠাৎ এ কী হলো গুগলের (Google)! এত বড় টেক জায়ান্ট সংস্থা প্রযুক্তি বা ইন্টারনেটের দুনিয়া ছেড়ে কি আলুর চিপস বিক্রির ব্যাবসায় নামলো, তাও জাপানের (Japan) মতন প্রযুক্তির দিক থেকে পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশে! আসলে ব্যাপারটা কি? এই বিষয়ের রহস্যভেদ করেছে গুগল নিজেই।
টেক জায়ান্ট জানাচ্ছে, সম্পূর্ণ নিজেদের বিশেষ পদ্ধতিতে বানানো চিপস প্রমোট করছে জাপানে। যাকে বলে একেবারে ‘এক্সক্লুসিভ’। জানা গেছে, সেই দেশে মোট ১০ হাজার প্যাকেট চিপস বিক্রি করবে তারা। এই উদ্দেশ্যে তারা একটি ওয়েবসাইটও লঞ্চ করেছে।
কিন্তু এর পেছনের আসল উদ্দেশ্যটা হল জাপানে নিজেদের মোবাইল প্রমোশন? সামনেই আসতে চলেছে গুগলের পিক্সেল ৬ সিরিজ (Google Pixel 6 series)। নিজেদের আসন্ন ফোনের প্রমোশন করতেই অভিনব এই উদ্যোগ নিয়েছে গুগল। এই ফোন প্রমোশনের জন্য জাপানের ইন্টারনেট অর্থাৎ ইউটিউব এবং টেলিভিশনে দেখানোর জন্য একটি বিজ্ঞাপন বানিয়ে ফেলেছে গুগল(Google)।
লঞ্চ করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গুগলের পটেটো চিপসের একটি প্যাকেটকে একেবারে ফোনের মতন ব্যবহার করছেন এক তরুণী। কখনো সেটি দিয়ে সেলফি তোলার উদ্দেশ্যে মুখের সামনে ধরছেন। আবার কখনও বা চিপসের প্যাকেট ফোনের মতন করে ব্যবহার করে কাজ করছেন। ফোন টাচ করে পরিষেবা অ্যাকসেস করার মত চিপসের প্যাকেটে টাচ করেছেন। আবার কখনও স্মার্টফোন হিসেবে কানে ধরছেন চিপসের প্যাকেট। যেমন করে স্মার্ট ফোনের চার্জার লাগানো হয় সেভাবেই চিপসের প্যাকেটের মধ্যে চার্জ দিয়েছেন তরুণী।
প্রসঙ্গত চিপসের প্যাকেট দেখিয়ে বিজ্ঞাপন দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে গুগোল তাঁর পিক্সেল ৬ সিরিজের (Google pixel 6 series) জন্য এতদিন অন্য ব্র্যান্ডের প্রসেসর ব্যবহার করলেও এইবার একেবারে নিজস্ব পদ্ধতিতে তৈরী টেনসর চিপ ব্যবহার করেছে। গুগলের সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, পিক্সেল সিরিজের নতুন ফোন ও অভিনব চিপসেট কারণেই তারা এমন অভিনব প্রমোশন কায়দা বেছেছেন। গুগল টেক জায়ান্টের এই নতুনত্ব বিপননী আইডিয়া পছন্দ হয়েছে নেটিজেনদের।
জানা গেছে, আগামী ১৯ অক্টোবর লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ৬ সিরিজ। খবর অনুযায়ী ,গুগোল পিক্সেল ৬ এবং ৬ প্রো এই দুটো ফোন লঞ্চ হতে চলেছে।