Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্যে সুখবর! DA-এর পরে TA নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

কেন্দ্রীয় সরকার কোটি কোটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনারদের স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি কর্মচারীদের Travel Allowance-এর ক্লেম করার সময়সীমা বাড়ানো হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তরফে সম্প্রতি, টিএ (Travel Allowance) -এর ক্লেম করার সময়সীমা বাড়িয়ে দিয়ে ১৮০ দিন করা হয়েছে ৬০ দিন থেকে। এই সিদ্ধান্ত চলতি বছরের ১৫ জুন থেকে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে। মার্চ ২০১৮ সালে,অবসর নেওয়ার বিষয়ে টিএ দাবির সময়সীমা কেন্দ্রীয় সরকার ৬০ দিন করেছিল ১ বছর থেকে কমিয়ে। অনেক সরকারি দফতর এই সময়সীমা বাড়ানোর জন্য, সরকারকে অনুরোধ করেছিল, অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল সেই বিষয়ে।

অর্থ মন্ত্রক (Finance Ministry) জানিয়েছে যে, অনেক সরকারি দফতর থেকে এই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল। অবসর গ্রহণের পরে একজন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মচারীর জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পরিবারের সঙ্গে পুনরায় বসতি স্থাপন করা খুব জটিল, যার জন্য খুব কম ছিল ক্লেম জমা দেওয়ার সময়টি। এবার তা বাড়িয়ে ১৮০ দিন করা হল, ৬০ দিন থেকে। এর মাধ্যমে যারা অবসর নিতে চলেছেন সেই সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, ভ্রমণের ৬ মাসের মধ্যে TA-র জন্যে দাবি করতে পারবেন। তবে TA দাবি দাখিলের সময়সীমা ৬০ দিন থাকবে ঘুরতে যাওয়া, ট্রান্সফার এবং প্রশিক্ষণের জন্য।

অপরদিকে, আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে মহার্ঘ্য ভাতা বা DA-এর জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। মহার্ঘ্য ভাতা নিয়ে ন্যাশনাল কাউন্সিল অফ জেসিএম (National Council of JCM) এবং ফাইন্যান্স মন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট (Ministry of Finance and Department of Personnel and Training)-এর আধিকারিকদের মধ্যে ২৬ জুন হতে চলেছে আলোচনা৷ জানা গিয়েছে, বৈঠকে মূলত সপ্তম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ এবং ডিআর নিয়ে আলোচনা করা হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও কেন্দ্রীয় সরকারের পেনশনারদের। যদিও অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, DA বা মহার্ঘভাতা ১ জুলাই থেকে বাড়াতে চলেছে কেন্দ্র সরকার। তবে কোনও এরিয়া পাবেন না সরকারি কর্মচারীরা।

Related posts

করোনার এক্টিভ কেস নিয়ে কপালে ভাঁজ বিশেষজ্ঞ মহলে, দেশে দৈনিক করোনা আক্রান্ত ২ লক্ষ ৭১ হাজার অতিক্রম করলো

News Desk

‘রসগোল্লা বলে ডাকে’, ক্লাসের মেয়েদের বিরুদ্ধে ৭ম শ্রেণির ছাত্রদের অভিযোগ পত্র ভাইরাল

News Desk

অনলাইন অ্যাপ থেকে বিনামূল্যে লোন দেওয়ার নামে কিভাবে হয় প্রতারণা! জানালো পুলিশ

News Desk