চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল কারশেডে। প্ল্যাটফর্মে পৌঁছেছিল বর্ধমান লোকাল। সব যাত্রী নেমে গেলে সাফসুতরো হতে সেই ট্রেন চালক নিয়ে আসে কারশেডে। সেই কারশেডে স্বভাবতই ট্রেন পরিষ্কার করতে উঠে আসেন সাফাই কর্মীরা। যেমন ভাবে প্রতিদিন সিটের নিচ থেকে নোংরা আবর্জনা ঝাড় দিয়ে বার করেন তাই করছিলেন। কিন্তু আচমকাই এক দৃশ্য দেখে থমকে গেল তারা। বলা যায় স্তব্ধ হয়ে যায়। ঘটনাটা কি? জানুন
লোকাল ট্রেনের এক সিটের নিচে থেকে উদ্ধার হলো নবজাতক এক কন্যাসন্তান। শুক্রবার দুপুর বেলার ঘটনা। জানা গেছে বামুনগছি কারশেডে বর্ধমান লোকাল ঢোকার পর পরিষ্কার করার সময় ওই শিশুকন্যাকে দেখতে পান রেলকর্মীরা। সাথে সাথেই খবর দেওয়া হয় ডিউটি তে থাকা রেল রক্ষী বাহিনী (আরপিএফ) এবং রেলের চাইল্ড লাইনে।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ওই নবজাতক কে চিকিৎসার জন্য দ্রুততার সাথে নিয়ে আসা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। বর্তমানে তার হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। হাওড়ার ডিআরএম মণীশ জৈন এই বিষয়ে বলেন, ‘‘খবর পাওয়া মাত্র দ্রুত ওই নবজাতকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপাতত অক্সিজেন সাপোর্টে রয়েছে সে। শিশুটির বাবা, মা কে বা কারা সেই বিষয়ে অনুসন্ধানের চেষ্টা হচ্ছে।’’ শিশুটিকে কি তার পরিবার পরিত্যাগ করেছে না কি অন্য কোনও ভাবে সে ওই সিটের তলায় আসে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে আরপিএফ সূত্রে খবর।
আরপিএফ এর পাশাপাশি খবর যায় রেলের চাইল্ড লাইনে। চাইল্ড লাইনের কাউন্সিলর মৌলি চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে এই ঘটনা এই প্রথম নয়। আগেও মেয়ে সন্তানকে ট্রেনে পরিত্যাগের ঘটনা সামনে এসেছে। এই ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। এখন শিশুটিকে সুস্থ করে তোলাই মূল লক্ষ্য।