Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
স্বাস্থ্য

পুজোয় সারাদিন রোদে ঘুরে ত্বকে ট্যান পড়েছে? ঘরোয়া উপায়ে মুক্তি পান

পুজোর সময় সারাদিন ধরে ঘুরে ঘুরে ঠাকুর দেখা। রোদে সারাদিন থাকতে থাকতে একেবারে ট্যান পড়ে গেছে ত্বকে? পূজো চলে গেছে কিন্তু ট্যান কিছুতেই উঠছে না? অনেকেই হয়ত নামী দামি প্রোডাক্ট ব্যাবহার করছেন। কিন্তু সেই ভাবে কোনো লাভ হচ্ছে না, তাহলে পুরনো সময় থেকে রুপটানে ব্যাবহৃত ঘরোয়া কয়েকটি টোটকা কাজে লাগান।

অনেকেরই গায়ের রং একটু শ্যামলা। তাই তারা ভাবেন তাদের ট্যান তোলার কোনো প্রয়োজন হয় না। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। যে যার নিজের গায়ের রঙেই সুন্দর। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে গায়ের রঙ যাই হোক তা যেন উজ্জ্বল থাকে। রোদে পুড়ে ত্বকে যে ট্যান পড়ে যায়, তা দূর করলে ত্বকে উজ্জ্বলতা ফেরে। কীভাবে ট্যান দুর করা সম্ভব, জানতে চান? ঘরোয়া এই উপায়গুলি বেশ সহজ, দারুণ কার্যকরীও বটে। শুধু কিছুটা সময় দিলেই আর নিয়ম করে এগুলি ত্বকে লাগালেই হবে। তা হলেই আপনার ত্বক আবার সুন্দর হয়ে উঠবে!

হলুদ -বেসন-দই: প্রায় সব বাড়িতেই হলুদ, বেসন বা দই উপস্থিত থাকে৷ আপনার রোদে পোড়া ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনার জন্য এই তিনটি উপকরণকে ভীষণ কার্যকরী তা জানেন কি? একটি পাত্রে হলুদ, বেসন এবং দই সম পরিমাণে নিন৷ অল্প জল মিশিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন৷ প্যাক লাগানোর ব্রাশ অথবা হালকা আঙুলে নিয়ে চোখের জায়গা বাদ দিয়ে গোটা মুখে লাগিয়ে নিন৷ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন৷

টমেটো:
টমেটো ভালো করে চটকে রস বার করে নিন। একটি ছাঁকনি বা কাপড়ের দিয়ে এই টমেটোর রস ছেঁকে নিন। মুখে, গলায়, ঘাড়ে, হাতে, পায়ে ইত্যাদি শরীরের যত জায়গায় ট্যান পড়েছে সেখানে টমেটোর রস মেখে নিন। ২০-২৫ মিনিট পর টমেটোর রস ধুয়ে ফেলুন। টমেটোর মধ্যে মজুত রয়েছে লাইকোপেন নামের এক এনজাইম রয়েছে যা প্রাকৃতিক সানস্ক্রিনের কাজ করে, এছাড়া টমেটোতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য তো করেই, উপরন্তু ত্বকে উজ্জ্বলতা আনে।

অ্যাপল সাইডার ভিনিগার:

রোদে ত্বক পুড়ে ট্যান পড়লে ভরসা রাখুন অ্যাপল সাইডার ভিনিগারের উপর। সম পরিমাণে অ্যাপল সাইডার ভিনিগার আর জল মিশিয়ে নিন। এই মিশ্রণে পরিষ্কার কাপড়ের টুকরো বা তুলোতে ভিজিয়ে রোদে পোড়া ত্বকের জায়গায় লাগিয়ে নিন। এমনকি এই মিশ্রণ বোতলে ভরে নিয়েও, প্রয়োজনমতো স্প্রে করে নেবেন।

টক দই: টক দই ট্যান দুর করতে পারে। রোদে পোড়া স্থানে টক দই ফেটিয়ে লাগিয়ে নিন। মিনিট ২০ পর ধুয়ে ফেলুন পুরোপুরি। বিশেষজ্ঞরা বলেন, টক দই-এর মধ্যে এমন কিছু এনজাইম উপস্থিত আছে যা ট্যান দূর করতে সাহায্য করে এবং ত্বকের দাগ-ছোপ ও রুক্ষতাও সব দূর করে। প্রতিদিন স্নানের টক দই ব্যবহার করুন। সব ধরনের ত্বকের জন্য উপকারী এই ঘরোয়া টোটকা

Related posts

পুজোর আগে অতিরিক্ত মেদ কমাতে এইভাবে বানিয়ে ফেলুন জিরে ভেজানো জল! দারুন উপকার পাবেন

News Desk

শরীরে নানা সমস্যা মেটাতে মাত্র ৭ দিন খালি পেটে খান কিশমিশের জল! জানুন কিভাবে তৈরী করবেন

News Desk

ঠোঁটের কোণে জ্বরঠোসা, কেন ওঠে জ্বর ঠোসা, জেনে নিন চটজলদি সারানোর সহজ ৫টি উপায়

News Desk