Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভারতের এই ৫ জায়গায় গঙ্গা সবচেয়ে নির্মল! নোংরা হয়না, দূষণ স্পর্শ করতে পারে না গঙ্গার জলকে

কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমগ্র ভারতবর্ষে হিন্দু জনজীবন প্রভাবিত হয়ে ওঠে গঙ্গার নাম-মাহাত্ম্যে। ভারত নদীমাতৃক দেশ। আর বলাই বাহুল্য এই দেশের প্রধান নদী গঙ্গা। গঙ্গা নদীতে ডুব দিয়ে বহু মানুষ তাদের পাপ ধুয়েছে। এই নদীর জলের ধার্মিক মহত্ত্ব সর্বজনবিদিত। ভারতের কত না জানি গ্রাম, শহর, জনপদ এই গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। 

ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গঙ্গা একটি আন্তর্জাতিক নদী। গঙ্গার যাত্রাপথের দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৫২৫ কিলোমিটার। তবে মাত্রাতিরিক্ত দূষণের ফলে ভারতের এই জলসম্পদ ক্রমশঃ বিপদের মুখে পড়ছে। গঙ্গার পবিত্র আর শুদ্ধ জল অনেক জায়গাতেই আজ আর কেবলমাত্র অপবিত্রই নয়, ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। মানব সভ্যতার ঘানি টানতে টানতে দূষণের ভারে বিপন্ন আজ গঙ্গা। গঙ্গার আজ বেহাল দশা। চলার পথে প্রায় পঞ্চাশ কোটি মানুষের বর্জ্য নিজ বক্ষে ধারণ করে গঙ্গা।গঙ্গা নদীকে পরিষ্কার রাখার জন্য সরকার থেকে বহু প্রচেষ্টা নেওয়া হয়। গঙ্গা নদীর নানা ধর্মীয় মাহাত্ম্যের স্থানের দর্শন পেতে দূর দূর থেকে পর্যটকেরা এসে থাকেন। কিন্তু এই কলুষিত নদীর যাত্রাপথে এমন পাঁচ জায়গার কথা বলব যেখানে পরিষ্কার গঙ্গা নদী আজও আছে। গঙ্গার জল যেখানে নির্মল আর স্বচ্ছ আজও। জেনে নিন এমন পাঁচটি জায়গার নাম…

গঙ্গোত্রী- উত্তরাখণ্ডের উত্তরকাশীতে গঙ্গোত্রী নামক একটি ছোটো গ্রাম আছে। এখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এখানে তির তির করে হিমবাহ থেকে বেরিয়ে এসে নদীর রূপ ধারণ করে গঙ্গা নদী।

বদ্রীনাথ- গঙ্গোত্রী থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদী নারায়ণ তীর্থ বদ্রীনাথে এসে পৌঁছায়। বদ্রীনাথে গঙ্গাকে দেখে চোখে তৃপ্তি লাভ হয়। সবুজ হিমালয়ের কোলে এখানে গঙ্গার জল পবিত্র আর নির্মল।

দেবপ্রয়াগ- বদ্রীনাথের থেকে আর কিছুটা এগিয়ে গঙ্গা দেবপ্রয়াগে আসে। এই স্থানে ভাগিরথী ও অলোকানন্দা নদীও দেখা যেতে পারে। এখানে তিন স্বচ্ছ আর কলুষবিহীন ধারার মিলনে ফলে গঙ্গাকে এক নতুন স্বরূপে দেখা যায়।

ঋষিকেশ- দেবপ্রয়াগ এর পর তিন ধারার মিলিত নদী বৃহৎ রূপ ধারণ করে গঙ্গা নদী রূপে ঋষিকেশে এসে পৌঁছায়। এখানে গঙ্গা বেশ অশান্ত।

হরিদ্বার- ঋষিকেশের পর গঙ্গা নদী হরিদ্বারে এসে পৌঁছায়। বলা যায় এই স্থান থেকে গঙ্গা সমতলে নেমে আসে। বহু পর্যটক ও ধার্মিক মানুষেরা এখানে ডুব দিয়ে পূণ্য অর্জন করতে আসেন। যদিও তারা ডুব দেয় হর কি পৌরি ঘাটে। গঙ্গাকে একটি শাখায় এনে তৈরী করা হয়েছে এই ঘাট। গঙ্গার মুল ধারা এখানে স্বচ্ছ ও নির্মল।

হরিদ্বারের পরেই গঙ্গা প্রবেশ করে উত্তর প্রদেশে। এর পর থেকেই গঙ্গার বুকে শুরু হয় দূষণের প্রাদুর্ভাব। ক্রমাগত বেড়ে চলা গঙ্গাদূষণের কারণে বহু জায়গায় এই নদীর জল ব্যবহারের যোগ্য থাকছে না। এই কারণে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে।

Related posts

২ জোড়া চটি ও গাড়ী মোছার কাপড় চুরি! পুলিশের কাছে পৌঁছে খোঁজার দাবী করলেন যুবক

News Desk

হোলি খেলা শেষে স্নান করতে গিয়েই সর্বনাশ! বাথরুমে মর্মান্তিক পরিণতি সদ্য বিবাহিত দম্পতির

News Desk

দুটি মেয়ের সমকামী বিয়েকে অস্বীকৃতি এলাহাবাদ হাইকোর্ট -এর! দিলো যুক্তি

News Desk