Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ইনস্টাগ্রামে সেন্সুয়াল লাইভ, টাকার বদলে নুড ভিডিয়ো কল! অশ্লীলতার অভিযোগে বিপাকে গহনা বশিষ্ঠ

যৌনতা মূলক সেন্সুয়াল ছবি, ভিডিয়ো ইত্যাদি পোস্ট করাই মূল ব্যাবসা বিতর্কিত মডেল গহনা বশিষ্ঠের। সাথে থাকে ব্যক্তিগত ভাবে উত্তেজক ভিডিও কল এবং লাইভও। আর তার এই বিষয়গুলিকে প্রচার করতে যে প্ল্যাটফর্মটিকে তিনি বেছে নিয়েছেন সেটি হলো ইনস্টাগ্রাম। বিভিন্ন যৌন উদ্দীপক ভিডিয়ো বা ছবি পোস্ট করে গ্রাহকের সঙ্গে যোগাযোগ। তারপরে টাকার বিনিময়ে সেই গ্রাহক কে আমন্ত্রণ জানানো হয় লাইভে। কখনো বা গ্রাহক তার সাথে একান্তে ভিডিও কল করতে চাইলে সেই বিজ্ঞাপনও দেওয়া হয়।

যৌন উদ্দীপক নিজস্ব একটি অ্যাপও বানিয়ে ফেলেছেন গহনা। তারই মতন অন্যান্য মডেলকে একত্রিত করে নিজের অ্যাপ বিজনেস চালাচ্ছেন গহনা বশিষ্ঠ।

তার অ্যাপের যে ইনস্টাগ্রাম পেজ সেটিতেও একই ধরনের বিজ্ঞাপন নজরে আসে সকলের। এবারে সেই সব ছবি ভিডিও ঘিরেই তৈরী হয়েছে সংশয়। কেননা সেগুলি কারো কারো দ্বারা নাকি রিপোর্টেড হয়েছে অতিরিক্ত অশ্লীল হিসাবে।

সম্প্রতি তার এই ব্যবসা চালাতে গিয়ে নাকি সমস্যায় পড়েছেন গহনা। সাহায্যের আবেদন করে পোস্টও করেছেন ইনস্টাগ্রামে। বুধবার বিকেলে গহনা নিজেদের ইনস্টাগ্রাম একাউন্ট লিখেছে, ‘কোনো কোনো মানুষ আমার নানান ছবি, ভিডিয়ো ইত্যাদি নিয়ে কিছু রিপোর্ট মেরেছে। কি কারনে জানি না, তাঁদের মনে হয়েছে, আমার ছবি ও ভিডিও অশ্লীল। তাই আমার ছবি, ভিডিয়োকে রিপোর্ট মেরে ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিচ্ছে। এই অবস্থায় আমার কী করণীয়? আমি না হয় কয়েক দিন কোনো অন্য ধরনের নয় নর্মাল ছবি পোস্ট করব। আপাতত আমার কি করা উচিত, কেউ বিষয়ে কেউ সাহায্য করুন।’

Related posts

চুরি করে নিয়ে গিয়েও মাত্র ৪ হাজার টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে গেল চোর! কারণ কি

News Desk

ওড়িশায় আছড়ে পড়লো ইয়াস, দীঘায় শুরু জলোচ্ছাস

News Desk

বন্ধুর ফোন থেকে তার প্রেমিকার গোপন ছবি নিয়েছিল যুবক! এই নিয়ে ঝামেলার ভয়ঙ্কর পরিণতি

News Desk