দোকানের দেয়ালে গর্ত করে ভেতরে প্রবেশ করার পর বাইরে আসার সময় বিপত্তি। জানা গিয়েছে গর্ত দিয়ে চোর বাইরে আসার সময় তাতে আটকে যায়। ঘটনাস্থল দিয়ে যাওয়া পুলিশের টহল গাড়ি চোরকে আটকে থাকতে দেখে পুরো বিষয়টি বুঝতে পারে। দুই চোরকে চুরি করার সময় হাতে নাতে ধরে পুলিশ। দুজনের কাছ থেকে চুরির ১৪ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
দেয়ালে নিজের তৈরি করা গর্তে আটকা পড়ে চোরেদের অবস্থা আরও খারাপ হয়। আওয়াজ শুনে ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া পুলিশের টহলদেওয়া গাড়িটি গাড়ি থামালে আটকে পড়া চোরকে দেখে অবাক হয়ে যায়। পরে দেখা যায়, সরকারি মদের দোকানের পেছনের দেয়াল ছিদ্র করে দুই চোর ভেতরে প্রবেশ করলেও বাইরে আসার সময় একজন চোর এতে আটকা পড়ে।
চুরির এই ঘটনাটি চেন্নাইয়ের তিরুভাল্লুরের কাভারপেটুতে। শনিবার রাতে এখানকার একটি সরকারি মদের দোকানের সেলসম্যান দোকান বন্ধ করে বাড়িতে যান। সেলসম্যান চলে যাওয়ার পর দুই চোর চুরির উদ্দেশ্যে দোকানের পেছনের দেয়াল ভেঙ্গে বড় গর্ত করে।
ছিদ্র করার পর দুই চোর দোকানের ভেতরে ঢুকে চুরি করে। এরপর দোকানে বসেই মদ পান করতে থাকে দুজনে। এরপর এক চোর দেয়াল থেকে বের হওয়ার চেষ্টা করলে সে তাতে আটকে যায়। নেশাগ্রস্ত অবস্থায় সে গর্ত থেকে বের হতে পারেনি।
তখন সেখান থেকে পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিল। চোরের আওয়াজ শুনে গাড়িটি থামল এবং পুলিশ সদস্যরা দেখলেন যে এক ব্যক্তি দেয়ালে আটকে আছে এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। পুলিশের বুঝতে সময় লাগেনি যে এই দুজন চোর। পুলিশ দুই চোরকে দোকান থেকে বের করে দেয়।
চোরদের কাছ থেকে নগদ ১৪ হাজার টাকা পেয়েছে পুলিশ। পাশাপাশি চোরেরা মদের বোতল চুরি করতে ব্যর্থ হওয়ার কথাও স্বীকার করেছে। ডাকাতরা হলেন পল্লীকরণাইয়ের বাসিন্দা সতীশ এবং ভিলকুপুরমের বাসিন্দা মুনিয়ান৷