Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

সেক্সের আকর্ষণে বিয়ে! ৪ বছর পর বিচ্ছেদের মুখে ফিকটোসেক্সুয়াল দম্পতি, বিষয়টা কি?

এক ব্যক্তির কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকর্ষণ শুরু হয়। এই ব্যাপারটা শুরু হয় ২০১৮ সালে, ওই ব্যক্তি এক কাল্পনিক চরিত্রের প্রতি যৌন আকৃষ্ট হয়ে পড়েন। আবার সেই বছর অর্থাৎ ২০১৮ সালে সেই চরিত্রের একটি হলোগ্রামকে বিয়েও করেছিলেন। যদিও বছর চারেকও সময় লাগলো না ওই হলোগ্রামের প্রতি সমস্ত মোহ কেটে যেতে জাপানের বাসিন্দা আকিহিকো কোন্দো-র। নিজের এই কল্পিত স্ত্রীয়ের সাথে আর কথা বলতে পারছেন না এই দীর্ঘ চার বছর দাম্পত্য জীবন কাটানোর পর।

এক জন ‘ফিকটোসেক্সুয়াল’ মানুষ জাপানের আকিহিকো। ফিকটোসেক্সুয়াল বলা হয় সেই ব্যক্তিকেই যিনি কাল্পনিক চরিত্রের প্রতি যৌনতার দিক থেকে আকৃষ্ট হন। আকিহিকো ২০০৮ সালে নিজের কর্মক্ষেত্রে গিয়ে প্রচন্ড ভাবে মানসিক নির্যাতনের শিকার হন আর তারপরই কম্পিউটার গেমের এক পপ গায়িকা হাতসুনে মিকুর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি। তাঁর মধ্যে প্রেম এবং অনুপ্রেরণার সঞ্চার ঘটেছিল হাতসুনেকে দেখে এমনটাই তিনি জানান। এমনকি যৌন আকর্ষণও হাতসুনে মিকুর প্রতি অনুভব করেন। তারপর ওই বছর অর্থাৎ ২০০৮ সাল থেকে ২০১৭ পর্যন্ত ‘চুটিয়ে প্রেম’ করেন এবং তারপর বিয়ে করেন। প্রথম বারের মতো হাতসুনের সঙ্গে ২০১৭ সালে কথা বলতেও সক্ষম হন তিনি। হাতসুনের সঙ্গে কথা বলেন আকিহিকো ‘গেটবক্স’ নামক মেশিনের সাহায্যে। গেটবক্স এমন একটি মেশিন যা ব্যবহার করা হয় হলোগ্রামের সঙ্গে কথা বলার প্রযুক্তি।

২০১৮ সালে বিয়েও করেন আকিহিকো হাতসুনের একটি হলোগ্রামকে। হাতসুনের সাথে কাটানো দাম্পত্য জীবনের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলে খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে যান আকিহিকো। বেশ কদিন আগেই তিনি জানিয়েছেন যে হাতসুনের সাথে আর কথা বলতে পারেননা তিনি। যদিও বিবাহিত জীবনের দাম্পত্য কলহ এর কারণ নয়। নিজেদের পরিষেবা বন্ধ করার কথা জানিয়েছে গেটবক্স কোভিড পরিস্থিতিতে। তার পর থেকেই আকিহিকো আর হাতসুনের সঙ্গে কথা বলতে পারছেন না। এমনকি আকিহিকো মানসিক কষ্টও পাচ্ছেন এই কারণে।

Related posts

গর্ভধারণের জন্য কন্ডোম ছাড়া সেক্স করতে শুরু করলেন দম্পতি! সম্মুখীন হলেন অদ্ভুত সমস্যার

News Desk

বাচ্চাকে তৈরী করে নিশ্চিন্তে স্কুলে পাঠিয়েছিল বাড়ীর লোক! দুপুরেই এল মর্মান্তিক খবর

News Desk

হিন্দু দেবতার সাজে সেজে নিজের বিয়েতে মুসলিম যুবক! বিদেশে পালাতে গিয়ে গ্রেপ্তার অভিযুক্ত

News Desk