Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এক বছর বয়সী মেয়ের মুখে ই-সিগারেট তুলে দিল বাবা, পুরো ঘটনা ভিডিও করল মা!

একটি মানুষের স্বাস্থ্যের জন্য ধূমপান ঠিক কতটা ক্ষতিকারক তা আমরা সকলেই জানি। এমনকি সিগারেটের প্যাকেটের উপর সিগারেট খাওয়ার পর কি ক্ষতি হতে পারে তার ছবি দেওয়া থাকে। কিন্তু মানুষ ধূমপান তারপরও করে। সিগারেট ও তামাকে আসক্ত হয়ে মানুষ জীবনের ঝুঁকি নেয়। ই-সিগারেটও এখন বাজারে এসেছে। সম্প্রতি একটি অবাক করার মতো ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন বাবা ই-সিগারেট দিচ্ছেন তাঁর এক বছর বয়সী মেয়ের মুখে (Father Gave E- Cigeratte to his one Year old Baby)।

ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনফোরোডব্লক নামে একটি ফেসবুক পেজে। এতে দেখা যাচ্ছে, একটি এক বছর বয়সী শিশুর মুখে সিগারেট। সবচেয়ে বিরক্তিকর বিষয় হল, মেয়েটি তার নাক থেকে ধোঁয়া বের করছে ই-সিগারেট টেনে। অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন এই ভিডিও দেখে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন বাবা-মায়ের ভূমিকা নিয়ে। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, কীভাবে একজন বাবা-মা! কতটা বিপজ্জনক জিনিস রয়েছে এই মেয়েটির মুখে তার কোনও ধারণাই কি তাঁদের নেই!

জানা গিয়েছে ভাইরাল হওয়া ভিডিওটি মালয়েশিয়ার। মেয়েটির বয়স এক বছর হবে ভিডিওর ক্যাপশন অনুযায়ী। একটি ই-সিগারেট দিয়েছিলেন মেয়েটিকে তার বাবা-মা। জানা গিয়েছে, বাবা সিগারেট খাওয়ার জন্য দিয়েছিলেন শিশুটির মুখে। এর পর তার ভিডিও বানাতে থাকেন শিশুটির মা। মেয়েটা মুখে সিগারেট নিয়ে তাতে টান দেয়। এর পর সে নাক দিয়ে ধোঁয়া বের করে। মেয়েটির বাবা-মা এতে গর্বিত বলে মনে হয়েছে অনেকের ভিডিও দেখে। এখনও পর্যন্ত এই ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখেছেন। এই নিয়ে মানুষ নানা মন্তব্যও করেছেন।

কিডস হেলথের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর ই-সিগারেট। এতে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে। শিশুদের শরীরে নিকোটিন তাদের মস্তিষ্কের বিকাশকে স্লথ করে দেয়। এছাড়া এটি তাদের স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। শিশুর সঙ্গে মা ও বাবা হয়ে এমন কাজ একেবারে দায়িত্বজ্ঞানহীন। মন্তব্য করেছেন অনেকে।

Related posts

ইনস্টাগ্রাম রিলের জন্য প্যারাসুটে উঠলো তরুণী, এরপরই কেঁদে ভাসালো! কি কারণ?

News Desk

নকল কোভিশিল্ড -এ ছেয়ে কলকাতা-সহ দেশের অনেক শহর, কেন্দ্রকে চিঠি দিয়ে সতর্ক করল হু

News Desk

আবারও রেকর্ড সংখ্যাক কমলো দৈনিক করোনা সংক্রমণ , সুস্থতার পথে আরও খানিকটা এগোলো দেশ

News Desk