Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

রিয়েল এস্টেটের বিজ্ঞাপন দেখে ফ্ল্যাট কিনতে গিয়ে সমস্যায় ক্রেতারা! কি হয়েছে?

বিজ্ঞাপন ছিল ফ্লাটের আর তাই দেখি কিনে ফেলেন ফ্ল্যাট। যদিও বছর চার পার হয়ে যাওয়ার পরও হাতে মেলেনি সেই ফ্ল্যাট। আর তাতেই প্রচন্ড রেগে যান ফ্লাটের মালিকেরা । হলদিরাম চিনার পার্ক এলাকার বেশ কিছুটা জায়গা নিয়ে তৈরি এই ফ্ল্যাট। কমপক্ষে 300 টি ঘর রয়েছে ফ্ল্যাটে। মালিকদের থেকে অভিযোগ উঠেছে যে , যেমনটা প্রতিশ্রুতি হয়েছিল তেমনটা রাখা হয়নি। আর সেই ক্ষোভ উগরে দিলেন ফ্ল্যাট মালিকরা বিক্ষোভ করে । প্রায় সাত বছর আগে অর্থাৎ 2015 সালে একটি রিয়েল এস্টেট সংস্থা বিজ্ঞাপন দেয়  রিয়েল এস্টেট সংস্থা বিজ্ঞাপন দেয় হলদিরাম চিনারপার্কে তদের তৈরি আবাসনে ফ্ল্যাট কেনার জন্য। আর সেই বিজ্ঞাপন দেখেই প্রায় হাজার তিনেক মানুষ তাদের টাকা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনে রেখেছেন । ওই রিয়েল এস্টেট সংস্থার সাথে তাদের এমনটাই চুক্তি হয় যে 2018 সালে তাদের ফ্লাইট তৈরি করে দেওয়া হবে ।

যদিও বছর চার পেরিয়ে গেলেও ফ্লাড কোন মালিকের হাতেই আসেনি । এর জেরেই রবিবার দিন ফ্ল্যাট মালিকেরা অভিযোগ করেন এবং বিক্ষোভ করেন । আরও দাবি করেছেন ফ্লাটের মালিকরা যে , মালিক পক্ষের মধ্যে অনেকেই এডভান্স টাকা দিয়েও দিয়েছেন । তবুও ফ্ল্যাট তাদের হস্তান্তর করা হয়নি। আরো অভিযোগ করেছেন তারা যে তাদের থেকে জেনে নেওয়ার পরও সেই রকম পছন্দের কিছুই করা হয়নি ওই ফ্ল্যাটে। সাথে আরও অভিযোগ করেছেন যে যখন ফ্ল্যাট কেনা হচ্ছিল সেই সময় যে সমস্ত চুক্তি ছিল ফ্ল্যাট নিয়ে তা কোনটাই রাখা হয়নি । খবরটি প্রকাশিত হয়েছে tv9 বাংলায় । যোগাযোগ করার পরও ওই রিয়েল এস্টেট সংস্থা থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

ওই বিক্ষোভ থাকে একজন ফ্ল্যাট মালিক জানিয়েছেন যে , “ এই প্রজেক্টটি ২০১৮ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এখনও কাজটি এখনো শেষ হচ্ছে না । নো আছে সেখানে কোন জবের ব্যবস্থা নয় সেখানে কোন বিদ্যুতের ব্যবস্থা । চারিদিকে মশা, মাছি, নোংরায় ছড়াছড়ি। কোন ব্যবস্থা নেই নিরাপত্তায় যে কেউ যখন ইচ্ছা তখন ঘরে ঢুকে যায় । যে কেউ বাইরে থেকে ঝাঁপিয়ে পাঁচিলের এ পাশে চলে আসে। আমরা এদের সঙ্গে ই-মেইল মারফত যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও উত্তর করেনি।”

Related posts

আমার ছেলে ড্রাগস নিতে পারে, মেয়ে নিয়ে ঘুরতে পারে’, সবেতেই আরিয়ানকে ছাড়: বলেছিলেন শাহরুখ

News Desk

করোনা দুঃসময়ে প্রায় একশো শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন এই ক্রিকেটার, জানেন কে?

News Desk

মৃত স্বামীরই পুনর্জন্ম হয়েছে গরু রূপে! স্থির বিশ্বাস থেকে আপন করে নিলেন স্ত্রী

News Desk