“চা খাব না আমরা? আমরা খাব না চা?” এই দুটি মাত্র বাক্য। এতেই সমস্ত সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গিয়েছিলেন মৃদুল দেব। হাজার হাজার ফেসবুক পোষ্ট থেকে শুরু করে মিম, ট্রল না জানি কত কি। অবশ্য নিজের সরলতার কারণে ভালোবাসাও কুড়িয়েছিলেন পেশায় দিন মজুর চা কাকু পরে। এবারে সেই ফেসবুক খ্যাত চা কাকু নিজের দোকানে ডাকলেন সকলকে। দোকান খুলে চা খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানালেন সকলকে।
সময়টা ২০২০ সালের মার্চ মাস। করোনাভাইরাস তখন সবে পা ফেলেছে ভারতের বুকে। এক জন , দুজন করে আক্রান্ত হতে শুরু করেছে নানা শহর গ্রামে। অতি সংক্রমক এই নভেল করোনা ভাইরাস যাতে ঝড়ের গতিতে ছড়িয়ে না পড়ে ভারতে সেই কারণে ২২শে মার্চ জনতা কার্ফুর ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে।
বন্ধ রাখার কথা ছিল সমস্ত দোকান পাট, যান চলাচল সব কিছুই। কিন্তু সেই নিষেধাজ্ঞা উড়িয়ে কলকাতার রাস্তায় এক চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন বেশ কয়েকজন। উপস্থিত ছিলেন মৃদুল দেবও। এক তরুণী তাদের একটি ভিডিও বানিয়ে ফেসবুকে পোষ্ট করেন। যেখানে চা কেন খেতে গিয়েছেন এই প্রশ্ন জিজ্ঞেস করলে , নিরীহ এক গামছা গায়ে সাদামাটা ভদ্রলোক অবাক হয়ে পাল্টা জিজ্ঞেস করে ‘আমরা কি চা খাব না, খাব না আমরা চা’।
এই সরল প্রশ্ন করে রাতারাতি ভাইরাল হয় ভিডিওটি। ভাইরাল হয়েছিলেন মৃদুল দেবও। জনতা কার্ফুতে বাইরে বেরোলেও তার যে কোনো অন্য উদ্দেশ্য ছিল না তা ভিডিও তে স্পষ্ট বোঝা গিয়েছিল। আর এরপরই ভালোবেসে তাঁকে সকলে ‘চা কাকু’ বলেই ডাকতে শুরু করেন।
এবারে সেই করোনা আবহে একটু চায়ের খোঁজে করা মৃদুল দেব খুলে ফেললেন নিজস্ব চায়ের দোকান। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই চায়ের দোকানের ছবি ভাইরাল। দোকানের ছবির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে ‘চা কাকু’ মৃদুল দেব লিখেছেন, ‘ আমার নতুন দোকান। ছোট করে শুরু করলাম। যারা যারা আমার দোকানে চা খেতে চাও চলে এসো।’
এই দোকানটি অবস্থিত 11/3/c বিজয়গড়, কলকাতা 700032 তে। মৃদুল দেবের চায়ের আমন্ত্রণ এড়িয়ে যেতে পারেননি সোশ্যাল মিডিয়ার জনতা। রাতারাতি ভাইরাল এই ছবি। প্রায় অনেকেই সোশ্যাল মিডিয়াতে তাকে জানিয়েছেন করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেই তাঁরা চা কাকুর হাতে তৈরি চা খাওয়া জন্য পৌঁছে যাবেন। ‘ তাই নিজের চায়ের দোকান খুলে ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভালোবাসায় ভাসছেন মৃদুল দেব।