Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

‘অ্যাপ থেকে ৩ লক্ষ টাকা ঋণ নিয়েছি!’ ব্যাঙ্কে ৮৫০ টাকা রেখে স্ত্রী সন্তান সমেত আত্মঘাতী ইঞ্জিনিয়ার

দুপাতা জুড়ে সুইসাইড নোট লিখে গিয়েছেন আত্মহত্যার আগে। সেই সুইসাইড নোটে নিজের মা কে উদ্দেশ্য করেও লেখা ছিল , ‘মা, আমি চলে যাচ্ছি। সত্যিই বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার পরিস্থিতি আমায় সেই সুযোগ টাই দিল না।’

ওই সুইসাইড নোটেরই অপর এক পাতায় লেখা ভাইয়ের উদ্দেশ্যে , ‘আমি আবার ফিরে আসব ভাই। অনেক বড় হোস তুই। তোর থেকে একটাই আবদার । একবার আমার মৃতদেহর দিকে হেসে তাকাস … আমি আমার জীবনযুদ্ধ হেরে গিয়েছি। কিন্তু আমার মৃত্যু শরীরের হবে শুধুমাত্র, মনের নয়।’

ওই ঘর থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে দুই সন্তান, স্ত্রী এবং ইঞ্জিনিয়ার অমিত যাদবের নিজের দেহ রয়েছে। অমিত মধ্যপ্রদেশের সাগরের বাসিন্দা। মঙ্গলবার দিন বছর তিনেকের মেয়ে ইয়ানা, বছর দেড়েকের ছেলে দিব্যাংশ এবং অমিতের স্ত্রী টিনাকে খুন করার পর অমিত নিজেই আত্মহত্যা করেন।

সাগরের বাসিন্দা ছিলেন তিনি যদিও কর্মসূত্রে ইনদওরে স্ত্রী-সন্তানদের কাছে নিয়ে থাকতেন। এক টেলিকম সংস্থাতে ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন তিনি। তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন অমিত অনলাইন অ্যাপের মাধ্যমে। সেই ঋণ নেন বেশ কয়েকটি অ্যাপের মাধ্যমে। কিন্তু সেই টাকা পরিশোধ করতে না পারায় দিনের পর দিন মানসিক চাপ তৈরী হচ্ছিলো তার মনের মধ্যে। সে ব্যাপারেও লিখেছেন অমিত।

তিনি আরও বিস্তারিত লেখেন, ‘ তিন লক্ষ টাকা ঋণ নিয়েছি বিভিন্ন অ্যাপের মাধ্যমে। এখন সেই ঋণ এর টাকা কিছুতেই শোধ করতে পারছি না। কোনও পথ খুঁজে পাচ্ছিনা আমি। আর এত চাপ নিতে পারছিনা। তাই কোনও রাস্তা না পেয়েই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।’ এর সাথে আরও লিখেছেন , ‘বর্তমানে আমার একাউন্ট এ ৮৫০ টাকা রয়েছে সেই টাকা আমি ভাইয়ের একাউন্ট এ পাঠিয়ে দিচ্ছি। আমার মৃত্যু হলে ওই ঋণের টাকা কাউকে শোধ করতে হবে না।’

পুলিশ এ ব্যাপারে জানিয়েছে , অমিত প্রথমেই দুই সন্তান এবং স্ত্রীকে খুন করেছে, তারপর নিজে আত্মঘাতী হয়েছেন অমিত। এক পুলিশ আধিকারিক এই ব্যাপারে জানিয়েছে, সম্প্রতি অনেকেই নিজের জীবন বিপন্ন করে তুলছেন অনলাইন অ্যাপ থেকে ঋণ নিতে গিয়ে। এই ধরণের জায়গা থেকে দূরে থাকা উচিত।

Related posts

ফোন আনলক করতে পেরে দোকানে গিয়েছিল মহিলা, তার যে এই ফল হবে ভাবতেও পারেননি

News Desk

ভূত চতুর্দশী পালনে কেন গুরুত্বপূর্ন ১৪ শাক খাওয়া ও ১৪ প্রদীপ জ্বালানো! জানুন কাহিনী

News Desk

রান্নার গ্যাস দিতে এসে নাবালিকার হাত ধরে টানাটানি! চিৎকার করতেই হাতে গুঁজে দেয় দশ টাকার নোট

News Desk