নানা রকম টোটকা সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে, আমরা নানা রকম নিয়ম পালন করে চলি। তবে রবিবার সূর্যদেবতার দিন বলা হয়, তাই এই দিন তাঁর অনেক বেশি প্রকোপ থাকে। দিন হিসেবে একটু গরম প্রকৃতির রবিবার। অনেক বেশি পরিমাণ শক্তি সূর্য থেকে মেলে এদিন। প্রাণের সৃষ্টি, উৎস ও ধ্বংসের চাবিকাঠি রয়েছে এই গ্রহে সূর্য দেবতার হাতে বলেই মনে করা হয়।
হিন্দুধর্মের সৌর দেবতা (Surya Deb) বিভিন্ন দেবদেবীর মধ্যে হলেন প্রধান। কশ্যপ ও অদিতির পুত্র তিনি। আবার তিনি ইন্দ্রের পুত্র কোনো কোনো পুরাণ মতে। খালি চোখে সামনা সামনি কোন দেবতাকে দেখা না গেলেও কিন্তু সূর্যদেবকে আমরা আকাশের দিকে তাকালেই দেখাতে পাই। রবিবারটা রাখা থাকে সূর্য দেবতার জন্য সপ্তাহের সাতদিনের মধ্যে ।
জেনে নিন কোন কোন কাজ এইদিন একদমই করতে নেই
১. নীল, কালো ও ছাই রংয়ের কোনও পোশাক রবিবার পরবেন না।
২. চুল কাটাবেন না রবিবার
৩. মদ্যপান করা ও মাংস খাওয়া রবিবার নিষিদ্ধ
৪. কোনও খাবারের বা কোনও কাজে নুন ব্যবহার করবেন না সূর্যাস্তের আগে। তা মনে করা হয় অশুভ বলে।
৫. কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না। স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই
৬. রবিবার সরষের তেল মালিশ করবেন না
৭. রবিবার তামার তৈরি কোনও জিনিস কেনা বা বিক্রি করবেন না
৮. দুধ ফোটাবেন না
৯. রবিবার বিয়ে ও প্রেম আরম্ভ করতে যাওয়ার পক্ষে মোটেই শুভ নয়।
১০. রবিবারে পশ্চিম দিকে যাত্রায় নাস্তি।
১১. প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির উৎস সূর্য দেবের পূজো করলে। তবে এই পূজা বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয়।
কখনই সূর্য পূজা করা উচিত নয় স্নান না সেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই। কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘ্যদানের জলে। এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে, সেটাও লক্ষ্য রাখতে হবে। সূর্যদেব অর্ঘ্যদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও, অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না।
সূর্য প্রণাম মন্ত্র হল – ”ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।।”
সূর্য নাম মন্ত্র হল- ”ওং ঘৃণি সূর্যায় নমঃ”।