Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৮ জনের ডাকাত দল বনাম একটি কুকুর! একাকী মহিলাকে যেভাবে রক্ষা করলো পোষ্য

কুকুরকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে মনে করা হয়। রাজস্থানের জয়পুরে এর সাম্প্রতিকতম উদাহরণটি দেখা গেছে। এখানে একটি বাড়িতে ঢুকে পড়া দুষ্কৃতীদের এমনই শিক্ষা দিল কুকুর যে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। কুকুরের আনুগত্যের এই ঘটনাটি শিরোনামে।

জয়পুরে একটি বাড়িকে টার্গেট করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা ঘরে ঢুকতেই তাদের সামনে কুকুরের দেখা মেলে। দুর্বৃত্তদের দেখে কুকুরটি ঘেউ ঘেউ করতে থাকে। এতে ভয় পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এভাবে অপ্রীতিকর ঘটনা এড়াল কুকুরটি। শুধু তাই নয়, বাড়িতে উপস্থিত মহিলাকেও রক্ষা করেন তিনি। ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকলে মহিলার ক্ষতি করতে পারত।

পুলিশ ৮ অভিযুক্তকে গ্রেফতার করেছে

এরপর ঘটনা বুঝতে পেরে ওই মহিলা তড়িঘড়ি করে স্থানীয় পুলিশকে খবর দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা নথিভুক্ত করে ব্যবস্থা গ্রহণ শুরু করে। এরপর তদন্ত করতে গিয়ে ৮ আসামিকেও গ্রেফতার করা হয়।

অভিযুক্তরা হলেন সঞ্জীব মীনা, সারতাজ, শাহরুখ, পবন মীনা, বিকাশ এবং প্রমোদ, গোপাল ও ভিকি। গোপাল ও ভিকি এই গ্যাং এর মূল পান্ডা বলে জানা গেছে। গোপাল ও বিকাশ পেশাদার অপরাধী। যেখানে শাহরুখ এর আগে একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

১৩ সেপ্টেম্বর ডাকাতরা ঘরে ঢুকেছিল

পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর করধানি এলাকায় ভানওয়ার সিংয়ের বাড়িতে ডাকাতরা প্রবেশ করে, কিন্তু কুকুরের জোরে ঘেউ ঘেউ করলে ডাকাতরা ভয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মীরাটেও এমন ঘটনা সামনে এসেছে

শুক্রবার উত্তর প্রদেশের মিরাটে কুকুরের আনুগত্যের এমনই একটি ঘটনা দেখা গেছে। এখানে এক মধ্যবয়সী ব্যক্তি ধাবা চালানো মহিলার শ্লীলতাহানি শুরু করে। এর পরে অভিযুক্ত ব্যক্তির হাত থেকে বাঁচতে মহিলাটি তার পোষা কুকুরটিকে তার উপর ছেড়ে দেয়। তার দায়িত্ব পালনের সময়, কুকুরটি কেবল অভিযুক্তের হাত থেকে মালকিন কে রক্ষাই করেনি বরং তাকে আক্রমণ করে আহত করেছে। কুকুরের আক্রমণের পর অভিযুক্ত মহিলার কাছে ক্ষমা চেয়েছেন।

Related posts

মেয়ে টেট পাশ না করেও চাকরি! সাংবাদিকের প্রশ্ন শুনেই রেগে চেঁচিয়ে কি বললেন অনুব্রত মণ্ডল?

News Desk

নেতাজীকে যোগ্য সন্মান! ২৩ জানুয়ারি ইন্ডিয়া গেটে নেতাজির স্ট্যাচু উন্মোচনে প্রধানমন্ত্রী

News Desk

হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে সিদ্ধার্থ শুক্লা! বিশ্বাস করতেই পারছেন না কেউ

News Desk