কিছুতেই ধারণ করতে পারছিলেন না সন্তান। এই সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন এক মহিলা। কিন্তু এক আশ্চর্য চিকিৎসার নিদান দিলেন সেই চিকিৎসক। বললেন একটিমাত্র চিকিৎসা পদ্ধতি আছে যেভাবে তার বন্ধ্যাত্ব দূরীকরণ সম্ভব। আরে পদ্ধতি হল যৌনতা বা সেক্স করা। এই ডাক্তারের নিবাস ইতালিতে। 60 বছর বয়সী সেই প্রৌঢ় ডাক্তার অবশ্য ধরা পরেছে হাতে নাতে। নিজের এক রোগীনির সাথে সেক্সে উদ্যত হবার আগে হাতেনাতে ধরা পড়ে তার যুক্তি তিনি যা করেছেন তা তাঁর রোগিণীদের ভাল করার জন্যই।
ঠিক কী ঘটেছিল? ওই ডাক্তারের নাম ‘ডক্টর ম্যাজিক ফ্লুট’। তার কাছে পরামর্শ নিতে পৌঁছেছিলেন এক মহিলা। সন্তানের মা হতে ইচ্ছুক ওই মহিলা কিছুতেই গর্ভধারণ করতে পারছিলেন না। সেই সময়ই ওই ডাক্তার তাকে ভুয়ো তথ্য দিয়ে ফাঁসান। ওই মহিলাকে তিনি বলেন সে নাকি হিউম্যান পাপিলোমা নামক এক ভাইরাসে সংক্রমিত। যার থেকে ক্যানসারও হতে পারে ভবিষ্যতে! রেহাই পেতে একটাই উপায়। যৌনতা।
এমন কথা শুনে ওই মহিলার সন্দেহ হয়। এরপরই তিনি আইনজীবীর কাছে পরামর্শ নেন। তারপর তিনি ওই ডাক্তারের সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড করে পাঠান ইটালির এক চ্যানেল ‘লে লেনে’কে। এরপরই ডাক্তার কে হাতে নাতে ধরতে উদ্যোগী হয় ওই চ্যানেল। তারাই পাঠান নিজেদের টিমের এক মহিলাকে। সে কিছুতেই গর্ভধারণ করতে পারছেন না এই সমস্যা নিয়ে উপস্থিত হন ‘ডক্টর ম্যাজিক ফ্লুটে’র কাছে। একই ভাবে তাঁকেও সেক্স করার নিদান দেন ডাক্তারবাবু। সাথে এও বলেন সেই মহিলা যদি খোদ ডাক্তারের সাথেই যৌনতায় লিপ্ত হন তাহলে মহিলার ইমিউনিটিও বাড়বে। তিনি বিশেষ ভ্যাকসিন নিয়েছেন এটাই কারণ। মহিলা এই প্রস্তাবে রাজি হয়ে যাবার অভিনয় করে। ডাক্তারবাবু একটা হোটেলের রুমও বুক করেন। তিনি সন্দেহ করেন নি একেবারে।
হোটেলে পৌঁছে সেক্স করার আগেই তিনি ওই মহিলাকে জানা, তাঁরা সঙ্গম করবেন কন্ডোম বা কোনও রকম নিরোধ ছাড়াই। এছাড়া চিকিৎসা কার্যকরী হবে না। তারপরেই নিজের গায়ের জামা কাপড় খুলতে শুরু করেন ওই ডাক্তার। স্বাভাবিক ভাবেই তিনি প্রথমটা খেয়াল করেননি রুমে ঢুকে পড়েছেন ‘লে লেনে’র প্রতিবেদকরা। হাতেনাতে ধরা পড়ে তার সাফাই, ”আমি যা করছিলাম সবই চিকিৎসার কারণে আমার গবেষণার অংশ। এভাবে অনেকেরই উপকার করেছি আমি।”
ইতিমধ্যেই সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে না হলেও ১৫ জন মহিলাকে একই ভাবে বোকা বানিয়ে ফাঁসিয়েছে তিনি। কিন্তু এবার আর রেহাই পাননি ‘ডক্টর ম্যাজিক ফ্লুট’। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি এই বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হবেন।