প্লাস্টিক আমাদের শরীরে এবং পরিবেশ দুইয়ের জন্যেই সমান ক্ষতিকর। কিন্তু প্লাস্টিকের ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে যে না চাইলেও রোজকার জীবনে আমরা প্রচুর প্লাস্টিকের জিনিস ব্যবহার করে ফেলি। মিনারেল ওয়াটার বা ঠান্ডা পানীয় খাওয়ার পর আমরা আর বোতলগুলি ফেলি না। অনেক সময়ই ব্যবহার করা হয় জল রাখতে কিংবা তেল রাখতে। প্লাস্টিকের বোতলে রান্নার তেল রাখা প্রচন্ড ক্ষতিকর। কিন্তু না বুঝেই আমরা সেই ভুলটা করে ফেলি। তবে এই ভুলগুলি শুধরে নেওয়ার একটি সহজ উপায় রয়েছে। প্লাস্টিকের বোতলের নীচের চিহ্নগুলি ভাল করে দেখা।
আমরা অনেকেই প্লাস্টিকের গায়ে একটি ত্রিকোণ চিহ্ন খেয়াল করি না। কিন্তু ভাল করে দেখলে এবং এর মানে জানলে আমরা বুঝতে পারব কোন বোতলে কতটা ক্ষতি হচ্ছে আমাদের।
ত্রিকোণ চিহ্ন থাকা মানে নিশ্চিত হতে পারেন, যে প্লাস্টিকের বোতলটি বিধিসম্মত ভাবে তৈরি হয়েছে। কিন্তু ভিতরের নম্বরের মানে কি? এই নম্বরের মানে জানলে, বুঝে যাবেন কোনও বোতল কত বার ব্যবহার করা উচিত। বিস্তারিত জেনে নিন।
১) ত্রিভুজের মধ্যে ‘১’ লেখা থাকলে তার অর্থ হল, পাত্রটি পলিথাইলিন টেরেপথ্যালেট জাতিয় পলিথিন দিয়ে তৈরি। অর্থাৎ, এই প্লাস্টিকের পাত্রগুলি মাত্র এক বারই ব্যবহারযোগ্য। একবারের বেশি এগুলি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যকর নয়।
২) যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘২’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, পাত্রটি ঘন, অস্বচ্ছ পলিথিন বা এইচডিপিই জাতিয় পলিথিন দিয়ে তৈরি। এই জাতিয় পলিথিন দিয়ে শ্যাম্পু, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনারের বোতল তৈরি হয়। এগুলিতে খাবার বা কোনও রকম পানীয় রাখা একেবারেই স্বাস্থ্যকর নয়।
৩) পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৩’ লেখা থাকলে তার অর্থ হল, এই ধরনের পাত্র পলিভিনিল ক্লোরাইড বা পিভিসি দিয়ে তৈরি। খাবারের শক্ত মোড়ক বা রান্নার তেলের পাত্র এই জাতিয় পলিথিন দিয়ে তৈরি করা হয়। একবারের বেশি এগুলি ব্যবহার করা মোটেই স্বাস্থ্যকর নয়।
৪) যদি পাত্রের নিচে ‘৪’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র এলডিপিই জাতিয় পলিথিন দিয়ে তৈরি। এই ধরনের পাত্রে একাধিকবার পানীয় জল বা খাবার রাখা যেতে পারে। তবে সপ্তাহ খানেকের বেশি ব্যবহার না করাই ভাল।
৫) যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৫’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র ব্যবহার করা একেবারে নিরাপদ। সসের বোতল, জলের বোতল বা সিরাপের বোতল এই জাতিয় পলিথিন দিয়ে তৈরি।
৬) পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৬’ লেখা থাকলে তার অর্থ হল, এই ধরনের পাত্র পলিস্টিরিন বা স্টাইরোফোম জাতিয় উপাদান দিয়ে তৈরি। এই জাতিয় পলিথিন দিয়ে তৈরি পাত্রে খাবার গরম করা মোটেই স্বাস্থ্যকর নয়। আর বেশি ব্যবহার না করাই ভাল।
৭) যদি পাত্রের নিচে ত্রিভুজের মধ্যে ‘৭’ লেখা থাকে তাহলে তার অর্থ হল, এই ধরনের পাত্র ব্যবহার করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। খাবার বা কোনও রকম পানীয় রাখা একেবারেই উচিত নয়।