Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

জাপানি তেলের ব্যাপারে এই অজানা তথ্যগুলি জানতেন? এই তেল কি সত্যিই কাজে দেয়

ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়া অনেকেরই অভ্যেস, কিন্তু খবরের কাগজ খুলেই এক বিজ্ঞাপন দেখলেন জাপানি তেলের। বা অফিস থেকে ফিরে এসে সন্ধ্যেবেলা টিভিতে ঘুরিয়ে ফিরিয়ে দেখবেন একটু নিউজ চ্যানেলগুলো, সেখানেও আপনার চোখে পড়বে ‘জাপানি তেল’-এর বিজ্ঞাপন। কেমন একটা গা ছমছমে ব্যাপার রয়েছে ‘জাপানি তেল’ নামটির মধ্যেই। জিনিসটির বিজ্ঞাপন অনেক দেখেছেন। রোমাঞ্চ-কৌতুক-আমোদও দেখে বোধ করেছেন যথেষ্ট। কিন্তু আদতে জিনিস টি কি বা কি কাজে ব্যবহৃত হয় তা অনেকেই জানেন না। যদিও অনেক উত্তরহীন প্রশ্নও আছে ব্যবহারকারীদের মধ্যে। এখন ৮টি তথ্য জাপানি তেল সম্পর্কে বলা হলো , যা আপনাদের কৌতূহল নিরসনে কিঞ্চিৎ সহায়ক হবে। আসুন দেখে নেওয়া যাক তথ্য গুলি-

১. জাপানের আদৌ কোনও সম্পর্ক নেই জাপানি তেলের সঙ্গে। এটা ভারতেই তৈরি হয়। জাপান থেকে আহৃত কি না এর ফর্মুলাটি সে সম্পর্কেও স্পষ্ট কিছু জানা যায় না।

২. পুরুষদের ব্যবহার্য জাপানি তেল। তবে শুধুমাত্র পুরুষদের মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে কেন এর ব্যবহার তার সুস্পষ্ট ব্যাখ্যা নেই কিছু।

৩. সবচেয়ে বড় প্রশ্ন, কাজের কাজ কি হয় কিছু এই তেল মেখে? একটি তথ্য দিয়ে রাখা যাক এ প্রশ্নের উত্তরে , ২০১১ সালে জাপানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল পুণের ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন । অভিযোগ ছিল, অসত্য দাবি করে মানুষকে বিভ্রান্ত করছে এই তেল তাদের বিজ্ঞাপনে।

৪. যদি কেউ মনে করেন, আপনার পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়তে থাকবে এই তেল মাখলে, তাহলে জেনে রাখুন, ওভাবে বাড়াতে পারে না আপনার অঙ্গটির আকৃতি। তার কারণ মানুষের জিনের গঠনের দ্বারা পুরুষাঙ্গের আকৃতি নির্ধারিত হয়। পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়ানো সম্ভব নয় কোনও ধরনের মালিশেই।

৫) এই জাপানি তেল যৌন বাসনা বৃদ্ধি করে, বাজারে এমন ধারণাও প্রচলিত রয়েছে, অনেকেই এইটা বিশ্বাস করেই তেল কেনেন। কিন্তু আজও কেউ বের করতে পারেনি এরও কোনো বৈজ্ঞানিক ব্যাখা। ফলে এটাও ধাপ্পাবাজিই বলা চলে একধরনের। আরও প্রচলিত আছে যে, এই তেল নাকি পুরুষত্বহীনতার থেকে রক্ষা করে। কিন্তু বাকি গুলোর মতোই আসলে মিথ ছাড়া কিছুই নয় এই কথাও।

বরং চিকিৎসকরা জানাচ্ছেন যে, জাপানি তেল বা এই ধরনের কোনও তেল শরীরের প্রভুত ক্ষতি হতে পারে নিয়মিত ব্যবহার করলে। ঠিক সেই কারণেই, এই ধরণের কোনও তেলই প্রেসক্রাইব করেন না কোনও চিকিৎসকই। তাই আগে চিকিৎসকের পরামর্শ নিন জাপানি তেল তো বটেই, এই ধরনের অন্য কোনও ওষুধ ব্যবহারে ক্ষেত্রে। নিজে থেকেই কিনে শুরু করবেন না ব্যবহার করতে।

Related posts

৫.১১ ফুট উচ্চতাতেও না খুশ! ৩ ইঞ্চি দৈর্ঘ্য বাড়াতে কত টাকার ঋণ নিলেন শুনলে অবাক হবেন

News Desk

কুকুরের মত ঘেউ ঘেউ করাই এই তরুণীর কাজ। এতেই বছরে সাত কোটি টাকা আয় করলেন ইনি

News Desk

ভারতবর্ষে প্রথম একজন মহিলার নামে রেল স্টেশনের নামকরণের নজির গড়ে বাংলা।জানেন কি কোন স্টেশন?

News Desk