প্রায় প্রত্যেক বাড়িতেই ধুনো দেওয়া হয় প্রতিদিন সন্ধ্যে বেলায়। প্রতিদিন বাড়িতে ধুনো দিলে অনেক উপকার হয়। প্রচুর ধনাত্বক শক্তি কাজ করে ধুনো জ্বালানোর মধ্যে, সারা বাড়িতে ধনাত্বক শক্তি বিরাজমান হয়। তাছাড়াও দেবতার খুব পছন্দের জিনিস হলো ধুনো দেওয়া। দেবতারা খুব সন্তুষ্ট থাকেন যে বাড়িতে ধুনো দেওয়া হয়।
সমস্যা ছাড়া মানুষ নেই বললেই চলে সে সমস্যা ছোট হোক বা বড়। আর আমরা নানা ধরনের ধর্মীয় উপাচার বা টোটকা করে থাকি এই সব সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। খুবই উপকার পাওয়া যাবে সেই রকমই একটি টোটকা যা সঠিক উপায়ে করতে পারলে।
ধুনোর ধোঁয়া কিভাবে দেবেন…
পাঁচ বা সাতটা পাতা যুক্ত নিমপাতা নিয়ে তা ভাল করে গঙ্গাজলে ধুয়ে নিতে হবে প্রথমে দিনের যে কোনও সময়ে। তার পর রোদে পাতাগুলি শুকিয়ে রাখতে হবে দিনের বেলা।
তার পর যখন ধুনো জ্বালানো হয় সন্ধ্যাবেলা তখন সেই পাতাটি ধুনোর মধ্যে দিয়ে পুড়িয়ে ফেলতে হবে। সোমবার, বুধবার বা শুক্রবার করতে হবে এই কাজটি।
যে কোনও ধরণের বাস্তু দোষ বাড়িতে থাকলে এতে সেই দোষ কেটে যায়। সংসারের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই কাজটি করলে । খুব বেশি সময় লাগে না ভাগ্যের উন্নতি করতে। আর্থিক উন্নতি চোখে পড়ার মতো হয়। এ ছাড়া আয়ের নানা পথ খুলে যাবে উপার্জন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে।
সকাল সন্ধ্যা ধূপ দ্বীপ জ্বালার সঙ্গে অবশ্যই ধুনো জ্বালতে হবে বাড়ির ঈশান কোণে। বাড়ি পজেটিভ এনার্জিতে ভরে থাকে এবং আর্থিক উন্নতি হয় ঈশান কোণে ধুনো জ্বাললে।
যদি অশান্তি লেগেই থাকে সংসারে তবে সকাল-সন্ধ্যা বাড়ীতে ধুনো ও কর্পূর (Camphor) জ্বালিয়ে ধোঁয়া দিন এবং ল্যাভেন্ডার ও চন্দনধুপ ব্যবহার করুন। এতে রেহাই পাবেন অনেকটা।