Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ঘুর্নিঝড় ইয়াসের ল্যান্ডফল, লণ্ডভণ্ড দিঘা, তাজপুর, উদয়পুর

প্রত্যাশা মতোই ল্যান্ডফল করেছে ইয়াস। প্রবল এই ঘুর্ণিঝড়ের অভিমুখ ছিল ওড়িশার দিকে। ওড়িশার বালাশোরের দক্ষিণে এই অতি প্রবল ঘুর্ণিঝড়ের ল্যান্ডফল হয়। পশ্চিমবঙ্গেও ইয়াস এর দাপট পড়েছে পূর্ব মেদিনীপুর উপকূল সংলগ্ন এলাকায়। ঘুর্নিঝড় এর দাপটে কার্যত লন্ডভন্ড হয়ে গেছে দিঘা, উদয়পুর, তাজপুর ইত্যাদির মত উপকূলবর্তী অঞ্চল।
ঝড়ের প্রভাবে তছনছ হয়ে গেছে বাংলা ওড়িশা সীমান্তের সমুদ্র সৈকত উদয়পুর সি বিচ। আশে পাশের দোকান, বাড়ি বহুল ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যত ধ্বংসলীলা চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। উড়ে গিয়েছে বহু দোকান ঘরের চাল, বাঁধন ভেঙ্গে ছিঁড়ে ভেসে গিয়েছে নৌকা, ঝড়ের আঘাতে ভেঙ্গেও গিয়েছে কিছু নৌকা, হেলে পড়েছে উপকূলের কাছের ওয়াচ টাওয়ারও। জলের তোড়ে ভেঙ্গে গিয়েছে গার্ড ওয়াল, জলের ধাক্কায় রাস্তায় এসে পড়েছে বোল্ডার। সমুদ্র তট থেকে বেশ কিছুটা দূরে উড়ে এসে পড়েছে এই সমস্ত বড় পাথর এবং বোল্ডার।

ঘুর্নিঝড় ইয়াসের ল্যান্ডফল, লণ্ডভণ্ড দিঘা, তাজপুর, উদয়পুর

ল্যান্ডফল হওয়ার পর প্রায় ৪ ঘণ্টা ধরে চলে এই প্রাকৃতিক বিপর্যয়। উদয়পুর সি বিচ এর আশেপাশে এখন শুধুই হাহাকার। পরিস্থিতির মোকাবিলায় এসে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনি বা এনডিআরএফ (NDRF) এর টীম। সমস্ত রকম ধ্বংসস্তূপ আর ভাঙাচোরা দোকানঘর সরাতে কাজে নেমেছে তারা।

একি রকম দৃশ্য দেখা গেছে দিঘা এবং তাজপুরেরও। দীঘায় গার্ড ওয়াল পেরিয়ে সমুদ্রের জল ঢুকে প্লাবিত হয়েছে গোটা এলাকা। ভয়ঙ্কর আকার ধারন করেছিল জলোচ্ছাস। সমুদ্রের ঢেউ পাড়ের নারকেল গাছ এর মাথা ছুঁয়ে যায়।

ঘুর্নিঝড় ইয়াসের তাণ্ডবে তছনছ হয়ে গেছে পূর্ব মেদিনীপুর। কার্যত সমুদ্রের জলে প্লাবিত হয়ে জলের তলায় দিঘা, মন্দারমণি, তাজপুর থেকে হলদিয়া। হলদিয়া তে হলদি নদীর জল ঢুকে এলাকা জলমগ্ন।

প্রসঙ্গত নির্ধারিত সময়ের আগেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। ল্যান্ডফল করার পর যখন সাইক্লোন এর আই( eye) স্থলভূমির উপর দিয়ে এগিয়ে গেছে কিছুটা শান্ত হয়েছিল ঝর। ফের ঘূর্ণিঝড় এর লেজ( tail) এর ঝাপটায় শুরু হয় ঝড়।

Related posts

বাবার সাথে ছাড়াছাড়ির পর ১০ বছর ধরে কাকুর সঙ্গে থাকছিল মা! মর্মান্তিক পরিণতির সাক্ষী ছেলে

News Desk

মেয়েকে খুন করেছে, সন্দেহ ছিল বাবা মা এর! অবশেষে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

News Desk

রণবীর-আলিয়ার বিয়ের আগে আক্ষেপে চোখে জল নীতুর! ঘনিষ্ঠরা জানালেন মন খারাপের কারণ!

News Desk