Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স এই দুই প্রতিযোগিতার মধ্যে ঠিক কী পার্থক্য?

পৃথিবীর বুকে সৌন্দর্যের প্রতিযোগিতা অনেক আছে কিন্তু বহুল চৰ্চিত প্রতিযোগিতা, মিষ্টি ওয়ারল্ড আর মিস ইউনিভার্স। যদিও খুব বিখ্যাত আর সমালোচিত তবুও জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে।

পৃথিবীর সবচেয়ে পুরনো আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা হচ্ছে মিস ওয়ার্ল্ড। এই প্রতিযোগিতাটির গোড়াপত্তন করেন যুক্তরাজ্যের এরিক মোর্লে। এরপর থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে এখনও।

অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় প্রতিষ্ঠিত পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে প্রথম অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি।

আয়োজক কারা সুন্দরী প্রতিযোগীতার?

এরিক মোর্লে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার আয়োজন করে আসছে। অন্যদিকে মিস ইউনিভার্সের আয়োজন করে এমন একটি প্রতিষ্ঠান যার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুক্ত ছিলেন। সাথে আছে এনবিসি।

কেমন ছিল শুরুটা?
১৯৫১ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটির শুরু করেন যুক্তরাজ্যের এরিক মোর্লে । মোর্লে শুরুতে সুইমিং শুট এবং বিকিনি পড়ে সুন্দরীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রচলন করেছিলেন ।

ক্যালিফোর্নিয়ায় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাসিফিক মিলসের উদ্যোগে এর ঠিক পরের বছর ১৯৫২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।

প্রথম দিকে শুধু মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রে এবং মিস ওয়ার্ল্ড লন্ডনে আয়োজন করা হতো। মূলত এই দুই প্রতিযোগিতাই আলাদা ব্যবসায়ীক স্বার্থে করা হয়ে হয়েছে। ২০০০ সালে এরিকের মৃত্যুর পর থেকে তার স্ত্রী জুলিয়া মোর্লে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রধান হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন।

মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড সদর দফতর:

লন্ডনে মিস ওয়ার্ল্ড আয়োজকদের সদর দফতর। মিস ওয়ার্ল্ড পদবীধারী নারীকে ঐতিহ্যগতভাবে ওই সময়কালে লন্ডনে অবস্থান করতে হয়। আর ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস থেকে মিস ইউনিভার্স এর সদর দফতর ১৯৯৮ সালে নিউইয়র্ক সিটিতে স্থানান্তরিত হয়।

সুন্দরী নির্বাচন প্রক্রিয়া

প্রত্যেক সুন্দরীকে মিস ওয়ার্ল্ড নির্বাচন প্রক্রিয়ায় তার নিজ এলাকা এবং নিজ দেশে সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হতে হয়। তিনি মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন । বাংলাদেশ থেকে জেসিয়া ইসলাম অংশগ্রহণ করেছিলেন ২০১৭ সালে ৬৭তম মিস ওয়ার্ল্ড আসরে।

অন্যদিকে নিজ দেশে সুন্দরী প্রতিযোগিতায় মিস ইউনিভার্স বাছাই পর্বে অংশগ্রহণের পাশাপাশি আগে থেকেই মডেলিং, কালচারাল বিভিন্ন কাজের সাথে। তাকে প্রথম হতে হয় দেশের স্থানীয় সুন্দরী প্রতিযোগিতায়।

কিভাবে সুন্দরী নির্বাচন করেন?

মেধা ও সৌন্দর্যকে মিস ওয়ার্ল্ডে গুরুত্ব দেয়া হয়। আর শারীরিক সৌন্দর্যের পাশাপাশি মেধা এবং দক্ষতা দেখে নির্বাচন করা হয় মিস ইউনিভার্সে। আর মডেলিং এবং অভিনয় দক্ষতা ও নিজের দেশের ফ্যাশন প্রতিযোগিতায় জিতে সেরার আসরে আসতে হয় মিস ইউনিভার্সে।

কী দেওয়া হয় বিজয়ীকে?

স্কলারশিপ এবং নগদ পুরস্কার দেওয়া হয় মিস ওয়ার্ল্ড বিজয়ীকে। স্কলারশিপ এবং অর্থের পাশাপাশি প্রথমেই কাজ করার চুক্তি করতে হয় মিস ইউনিভার্সকে।

Related posts

হবু স্বামীর সাথে ভক্তদের পরিচয় করিয়ে দিলেন ঋতাভরী! খুব তাড়াতাড়িই কি বিয়ে?

News Desk

কিভাবে বুঝবেন ওমিক্রনে আক্রান্ত? প্রাথমিক লক্ষণ সম্পর্কে জানাচ্ছেন কলকাতার ডাক্তাররা?

News Desk

এ যেন ভয়ঙ্কর অভিশাপ! সাপের ছোবলে মৃত্যু দাদার, শেষকৃত্যের পরে সাপের দংশনে মৃত ভাইও

News Desk