স্টিফেন কোর্টের ভয়ঙ্কর স্মৃতির আতঙ্ক জাগিয়ে চাঞ্চল্য ছড়াল পার্ক স্ট্রিটের এপিজে হাউসে (Apeejay House) অগ্নিকাণ্ডের ঘটনায়। পার্ক স্ট্রিটের এই বিল্ডিংটিতে পাঁচ তলার উপরে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার সাথে সাথে খালি করে দেওয়া দেওয়া হয়েছে ভবনটি। আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। ওই বিল্ডিংয়ে বেশ কয়েকটি অফিস রয়েছে। দ্রুত সেখানে থাকা সকলকে বের করে আনা হচ্ছে।
আগুন লাগার খবরে পুলিশ কর্তারাও ঘটনাস্থলে এসে পৌঁছেছে । সূত্রে জানা গিয়েছে যাতে বড়সড় কিছু না ঘটে সেই চেষ্টা চালানো হচ্ছে।দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। দমকল মন্ত্রী সুজিত বসুও এসে পৌঁছন।
এইদিন দুপুরে এপিজে হাউসে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় এপিজে হাউসের উপরের আকাশ ঢেকে যায়। জানা যাচ্ছে এপিজে হাউসের ৫ তলায় একটি মেডিক্যাল স্টোর ছিল। সেই মেডিক্যাল স্টোরের সার্ভার রুম থেকে এই আগুন লেগেছে। আশেপাশের উপস্থিত দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।
দমকল থেকে চেষ্টা চলছে যাতে তাড়াতাড়ি আগুন নিভে আসে। প্রায় দু’ঘণ্টা দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে এখনও এই অগ্নিকাণ্ড ঘিরে আতঙ্ক রয়েছে বলে খবর। এই ঘটনা সম্পর্কে পুর প্রশাসক ফিরহাদ ববি হাকিম বলেন ‘ জানতে পেরেছি এই বিল্ডিং এ একটি মেডিক্যাল কোম্পানির অফিস ছিল। সেখান থেকেই আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যে নিভে যাবে।