Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মাত্র ২০ টাকা ব্যয় করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নিন এই সুবিধা, নাহলে হতে পারে সমস্যা

এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) হল ভারতের বৃহত্তম রাষ্ট্রীয়ত্ব ব্যাংক। ভারতের সবথেকে বেশি মানুষ যে ব্যাংকের উপর ভরসা করে তার নাম এস বি আই। এসবিআই সময় নিজেদের কিছু সুযোগ-সুবিধা এবং নিয়ম কানুন এনে থাকে।

এবারেও এসবিআই কিছু নিয়ম পরিবর্তন করতে চলেছে ব্যাংক একাউন্টের ক্ষেত্রে। যদি আপনার বা আপনার বাড়ির কারোর এসবিআই একাউন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে এই নিয়ম গুলি মেনে চলতে হবে। এবার এই নিয়ম গুলি মেনে নিয়েই আপনাকে আপনার ব্যাংক একাউন্ট নিয়ে চলতে হবে।

how to recover money from the SBI account of someone who died

এবার থেকে গ্রাহকদের টাকা জমা দেওয়ার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম অনুযায়ী Green Card রাখতে হবে। বাংকে আর কোনও টাকা জমা দেওয়া যাবে না এই কার্ড না থাকলে। এবার যদি আপনি ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে চান তবে এখুনি এসবিআই এর নয়া Green কার্ড আজই তৈরি করে নিন। আজই আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন আবেদন করতে হলে।

একটি অফিসিয়াল রিপোর্ট জারি করে ব্যাংকের তরফে জানানো হয়েছে যে, Credit এবং ডেবিট কার্ডের মতোই এবার থেকে SBI Green Card ও জারি করবে তারা। গ্রাহকের সম্পূর্ন তথ্য চলে আসবে সামনে এই কার্ড মেশিনে সোয়াইপ করলেই। এবার খুব সহজেই টাকা জমা দিতে পারবেন ব্যাংকের কর্মচারী। তবে আপনাকে ২০ টাকা চার্জ দিতে হবে এই কার্ড তৈরি করতে।

কিন্তু কিভাবে টাকা জমা করবেন SBI এর Green Card না থাকলে : এক্ষেত্রে নিকটবর্তী ATM Deposit গুলিতে আপনাকে যেতে হবে। সেখানে আপনি টাকা তোলার পরিবর্তে ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমাও দিতে পারবেন। তাই সময় থাকতে এই সুবিধা নিয়ে নিন যাতে কোন সমস্যায় না পড়তে হয়।

Related posts

দেহ মাছের মত কিন্তু মুখ কুমিরের মত। অদ্ভুত দর্শন মাছ ধরা পড়ল ধানবাদের মৎস্যজীবীদের জালে

News Desk

রাস্তার এক অসুস্থ ভিখারী কে সাহায্য করতে এসে হতবাক ডিএসপি, দেখলেন সে তাদেরই ব্যাচের অফিসার

News Desk

ঋণে জর্জরিত ছিলেন! ৩ সন্তানের মা বার করলেন বুকের দুধ থেকে টাকা আয়ের অদ্ভুত উপায়

News Desk