Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ওমিক্রন আতঙ্কের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে হাজির ‘ডেল্টাক্রন’ ! চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা

গোটা বিশ্বে আবারো নতুন ভাবে ত্রাস ছড়িয়েছে করোনা। সংক্রমণ মারাত্বক হারে বাড়ছে বিশ্বের প্রতিটি কোনায়। আর এমত অবস্থাতেই সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের (University of Cyprus) কয়েকজন গবেষক করোনার এক নতুন প্রজাতির খোঁজ পেলেন। ডেল্টা এবং ওমিক্রন মিলে করোনার এক নতুন প্রজাতির সৃষ্টি করেছে এর নাম ডেল্টাক্রন। করোনার এই নতুন রূপের মধ্যে ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্ট এর মিলিত বৈশিষ্ট্য আছে। আর তাই এই নয়া প্রজাতির নাম তাঁরা দিয়েছেন ‘ডেল্টাক্রন’ (Deltacron)।

লিওনডিওস কোস্ট্রিকিস সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জৈবিক বিজ্ঞানের অধ্যাপক এই গবেষণা করেছিলেন। আর তিনি তার মাধ্যমেই জানতে পারেন, ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্য ডেল্টাক্রনের মধ্যে রয়েছে। নতুন প্রজাতির এই নাম সেই কারণেই দেন তাঁরা।

রিপোর্ট অনুযায়ী, কোস্ট্রিকিস এবং তাঁর দলের সদস্যরা এখন পর্যন্ত করোনার এই নয়া প্রজাতির মাধ্যমে আক্রান্ত এমন ২৫টি কেস খুঁজে পেয়েছেন। তবে কতটা দ্রুত ছড়িয়ে পড়ে বা কতটা মারাত্মক হতে পারে এই প্রজাতি তা অবশ্য বলা যাবে না এত তাড়াতাড়ি বলে জানিয়েছেন তাঁরা। আরও ভালোভাবে এই প্রজাতি সম্পর্কে জানতে তাঁরা গবেষণা জারি রেখেছেন।

কোস্ট্রিকিস একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ডেল্টা ও ওমিক্রনের মতো এই স্ট্রেন দ্রুত সংক্রামক কিনা তা জানা যাবে ভবিষ্যতে। কারণ দু’ধরনেরই প্রজাতির বৈশিষ্ট্য রয়েছে এতে।” তাঁর বিশ্বাস,গোটা বিশ্বে যেভাবে দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে ডেল্টাকে খুব সহজেই ছাড়িয়ে যাবে ওমিক্রন।

ওমিক্রন গোটা বিশ্বের পাশাপাশি দেশেও ছড়িয়ে পড়েছে। অত্যন্ত দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফেও এই পরিস্থিতিতে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। সৌম্যা স্বামীনাথন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানিয়েছেন, অনেকেই সাধারণ সর্দি কাশি হিসেবে বিবেচনা করছেন ওমিক্রনকে। কিন্তু আদতে এটি তা নয়। খুবই হালকা লক্ষণযুক্ত করোনার এই রূপটি। এটি উপসর্গহীন বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু, সাধারণ সর্দি এটি নয়। এটি স্বাস্থ্য ব্যবস্থাকে সমস্যায় ফেলতে পারে। খুবই জরুরি বিপুল সংখ্যক রোগীর পরীক্ষা ও পরামর্শ ও নিরীক্ষণ করা। এটি ভয়ঙ্কর আকার নিতেই পারে হঠাৎ বেড়ে গিয়ে। আক্রান্তের সংখ্যা এর ফলে আরও বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর এবার করোনার এক নতুন প্রজাতির খোঁজ পেলেন এই আতঙ্কের মধ্যেই সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁরা যার নাম দিয়েছেন ‘ডেল্টাক্রন’।

Related posts

হাসপাতালে অসুস্থ স্ত্রীর জন্য যা করলেন স্বামী, ছবি ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়

News Desk

‘বাহুবলি’ খ্যাত প্রভাসের নতুন সিনেমা কেন মুক্তি পাচ্ছে না? শোকে চরম সিদ্ধান্ত ভক্তের!

News Desk

প্রচুর উপার্জন! বয়ফ্রেন্ডের মা সোশ্যাল মিডিয়ায় ফলো করতেই ফাঁস হলো তরুণীর আসল পেশা

News Desk