Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কোভ্যাক্সিন-কোভিশিল্ডের মিলিত ডোজ করোনা ঠেকাতে বেশী কার্যকরী। দুটি টিকার মিলিত ট্রায়ালে অনুমতি DCGI-র

সময়মতো হিমসিম খাচ্ছেন টিকার দু’টি ডোজ নিয়ে? এর মধ্যেই ICMR নয়া টুইস্ট আনল। জানাল, কার্যকারিতা অনেকটাই বেশি হবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মিশ্রণে (Covaxin And Covishield Mixing)। এমনই শোরগোল ফেলে দেওয়া রিপোর্ট পেশ করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ করোনা প্রতিরোধে দু’টি টিকা মিশিয়ে প্রয়োগ করার ক্ষেত্রে। তাদের নতুন গবেষণা কী জানাচ্ছে?

জানা গিয়েছে, ভুলবশত কয়েকজনের শরীরে দু’টি ডোজে দু’টি পৃথক ভ্যাকসিন দেওয়া হয় উত্তরপ্রদেশে। তাঁদের শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে গিয়েছে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মিশ্রণের ফলে। ICMR-এর গবেষণা রিপোর্টে বলা হয়েছে, কেবলমাত্র কোভ্যাক্সিন কিংবা কোভিশিল্ড নেওয়া ব্যক্তিদের থেকে অনেকটাই বেশি এইসব ব্যক্তিদের ইমিউনিটি । করোনাভাইরাসের আলফা, বিটা এবং ডেল্টা প্রজাতির বিরুদ্ধে যাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন দেওয়া হয়েছিল, তাঁদের অনাক্রম্যতা বেশি ধরা পড়েছে। অ্যান্টিবডির প্রতিক্রিয়াও বেশি মিলেছে।

তাই প্রতিক্রিয়া কি হবে এবারে এই দুটি টিকার মিশ্র প্রয়োগে তাই নিয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সবুজ সংকেত দিল।

প্রতিক্রিয়া কী হবে কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্র টিকাকরণের ?

এবার ভেলোরে অবস্থিত ক্রিশ্চান মেডিকাল কলেজে এই প্রশ্নের জবাব জানতে পরীক্ষা চালানো হবে। দক্ষিণের এই হাসপাতালের তরফে এই পরীক্ষার আবেদন আগেই জানানো হয়েছিল। এবার মিশ্র টিকাকরণ নিয়ে পরীক্ষার অনুমতি দিল দেশের সর্বোচ্চ ওষুধ নিমায়ক সংস্থা সেই আবেদনের প্রেক্ষিতে।

এর আগে এই মিশ্র টিকাকরণের পরামর্শ দেয় সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গনাইজেশনের ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ ২৯ জুলাই। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবকের উপর চতুর্থ দফার ট্রায়ালের অনুমতি দেয় সাবজেক্ট এক্সপার্ট কমিটি সিএমসি ভেলোরকে। এই ট্রায়ালের মাধ্যমে দেখে নেওয়া হবে, এক ব্যক্তিকে দুটি আলাদা আলাদা টিকার ডোজ দেওয়া যাবে কিনা প্রয়োজনে। আর এতিয়ে দেখা হবে পরীক্ষার মাধ্যমে এই মিশ্র টিকাকরণের কার্যকারিতাও । এর আগেসবুজ সংকেত দিয়েছিল ‘সাবজেক্ট এক্সপার্ট কমিটি’ কোভ্যাক্সিন এবং ভারত বায়োটেকেরই তৈরি ন্যাজাল করোনা টিকার মিশ্র প্রয়োগের পরীক্ষার বিষয়টিকে । এই পরীক্ষা নিয়েও ডিসিজিআই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Related posts

দেহ ড্রামের মধ্যে রেখে সিমেন্ট দিয়ে গাঁথা! মাকে নিজের সাথে রাখতে অদ্ভুত কাজ ছেলের

News Desk

পুর্ণরাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চভূতে লীন লতা মঙ্গেশকরের নশ্বর দেহ, মুখাগ্নি করলেন ভাই হৃদয়নাথ!

News Desk

এই রহস্যজনক জঙ্গলে ৯০ ডিগ্রি কোণে বেঁকে রয়েছে সমস্ত গাছ , কি রহস্য লুকিয়ে

News Desk