Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

প্রায় দু’সপ্তাহ পর একটু স্বস্তি দেশে, ২৪ ঘণ্টায় দিনে আক্রান্ত সাড়ে তিন লক্ষের কম, ১ দিনে মৃত্যু ৩,৮৭৬

প্রায় ১৪ দিন পর এই প্রথম বার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের সীমারেখা থেকে নীচে নামল। গত ১ দিনে দেশের আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ৯৪২ জন। এর আগে লাস্ট ২৭ এপ্রিল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লক্ষের থেকে কম ছিল। তার পর থেকেই ভয়ানক বেড়েছে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষেরও সীমা ছাড়িয়ে গেছে বহু দিন। কিন্তু প্রায় ২ সপ্তাহ পরে কিছুটা কমে সাড়ে তিন লক্ষের নিচে নামলো সংক্রমনের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৬ জনের। করোনার কারণে এখনও অবধি দেশে মোট মৃত্যু হল ২ লক্ষ ৪৯ হাজার ৯৯২ জনের। করোনা অতিমারিতে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৯ লক্ষ ৯২ হাজার ৫১৭ জন।

দেশের দৈনিক সংক্রমণের ক্ষেত্রে ২ সপ্তাহ পরে এই হ্রাসের অন্যতম বড় কারণ হলো মহারাষ্ট্র এবং দিল্লির মত জায়গায় সংক্রমণ কম হওয়া। গত ১ দিনে মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩৭ হাজার ২৩৬ জন। যা গত কয়েকদিনের তুলনায় বেশ কিছুটা কম। একই ভাবে দিল্লিতেও সংক্রমণ কমেছে। সেখানেও গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ১২ হাজারের আশপাশে। উত্তরপ্রদেশে সংক্রমণ কিছুটা কমেছে কিন্তু এখনও তা ২০ হাজারের উপর রয়েছে। সাথে সাথে উদ্বেগ বাড়িয়ে পশ্চিমবঙ্গেও ১ দিনে আক্রান্ত সাড়ে ১৯ হাজারের আশপাশে রয়েছে।

কয়েক দিন আগেও দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দ্রুত বাড়ছিল। দৈনিক সুস্থতার তুলনায় দৈনিক সংক্রমনের হার বেশি থাকায় তা হচ্ছিল। এখনও দেশে সক্রিয় কভিড রোগী রয়েছেন ৩৭ লক্ষ ১৫ হাজার ২২১ জন। তবে গত ১ দিনে দেশে সক্রিয় রোগী কমেছে অনেকটাই প্রায় ৩০ হাজার। দৈনিক আক্রান্তের থেকে সুস্থতার হার গত ২৪ ঘণ্টায় বেশি হওয়াতেই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। কোভিড পরিস্থিতিr মধ্যেই দেশ জুড়ে চলছে টিকাকরণ। গত ১ দিনে টিকা পেয়েছেন মোট ২৫ লক্ষ ৩৩ হাজার ৪৬৩ জন। এখনও অবধি মোট ১৭ কোটি ২৭ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে ভারতে।

Related posts

বিনামূল্যে বিতরিত হচ্ছে পেট্রোল এবং সর্ষের তেল। অভিনব চমক পশ্চিমবঙ্গের এই জেলায়।

News Desk

ভারতীয় রেলে এবারে স্লিপার ক্লাসের টিকিটেই করা যাবে এসিতে ভ্রমণ! কিভাবে?

News Desk

প্রতিবেশীর রোজ গাড়ী পার্ক থাকে গেটের সামনে! বিরক্ত হয়ে দম্পতি যা করলেন শুনলে অবাক হবেন

News Desk