Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

দেশে আবারও এক লাফে বাড়লো সংক্রমণ! বুস্টার ডোজ নিয়ে বসছে বিশেষ বৈঠক

দেশে বেশ কিছু রাজ্যে আবারও করোনা লাফিয়ে বাড়ছে, যদিও ICMR জানিয়েছে যে চতুর্থ ঢেউয়ের কোনও আশঙ্কা নেই। আর তাই কোভিড বিধি মেনে চললেও করোনা ভাইরাসের বাড়াবাড়ি রুখে দেওয়া সম্ভব। যেমন আক্রান্তের হার গত ২৪ ঘণ্টাতেও বৃদ্ধি পেল প্রায় ২৫ শতাংশ। অ্যাকটিভ কেস গতকাল কমলেও এদিন ফের তা ঊর্ধ্বমুখী।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) থেকে পাওয়া রিপোর্ট বলছে , দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৩,২০৫ জন। যে সংখ্যা আড়াই হাজারের কিছু বেশি ছিল গতকাল। অর্থাৎ একদিকে বাড়ল ২৪.৮ শতাংশ সংক্রমণের হার। এর মধ্যে দিল্লিতেই শুধু আক্রান্ত ১৪১৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বর্তমানে ১৯ হাজার ৫০৯ অ্যাকটিভ কেস। গোটা দেশে আপাতত ০.০৫ শতাংশ অ্য়াকটিভ কেসের হার। বুলেটিন অনুযায়ী, করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ৩১ জন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৩ হাজার ৯২০ এখনও পর্যন্ত।

সংক্রমণ নিয়ে অবশ্য দেশে সুস্থতার হার নতুন করে উদ্বেগের মাঝেও স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৪৪ হাজার ৬৮৯ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২৮০২ জন গত ২৪ ঘণ্টায়। ৯৮.৭৪ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৮৯ কোটি ৪৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ৪ লক্ষের বেশি গতকাল ভ্যাকসিন পেয়েছেন । বুস্টার ডোজেও জোর দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ এবং বুস্টার বা প্রিকশন ডোজের মধ্যে সময়ের ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস করা যায় কি না, তা নিয়ে আজ বৈঠকে বসার কথা কেন্দ্রের বিশেষজ্ঞ দলের।

Related posts

ভয়ঙ্কর! মৃত্যুর পর ২০টি বিড়াল মিলে খেয়ে ফেলল মালকিনের অর্ধেক শরীর! তারপর..

News Desk

২৩ নভেম্বর: ভারতে প্রথমবার কমনওয়েলথ শীর্ষ সম্মেলন ও আরো নানা উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

আধার কার্ডে এ কী লেখা !! মায়ের নামের জায়গায় অশ্লীল শব্দ! নাজেহাল বৃদ্ধ

News Desk