Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্রতিদিনই বাড়ছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা , বাড়াবাড়ি ঠেকানোর উপায় জানালেন বিশেষজ্ঞরা

করোনার দাপট নতুন করে শুরু হয়েছে দেশে। দেশের বাকি রাজ্য গুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও রাজধানী ক্রমশ চিন্তা বাড়াচ্ছে। তাই চতুর্থ ঢেউ আসার সম্ভবনা আরও জোরদার হচ্ছে। তার মধ্যে এক রিপোর্ট এসে আরও চিন্তা ধরাচ্ছে, সেই রিপোর্ট বলছে কোবিশিল্ড নাকি ওমিক্রনে কার্যকরী নয়! বিশেষজ্ঞরা সেই কারণেই বুস্টার ডোজ এ জোর দিতে বলেছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২,৫৯৩ জন। যা উর্দ্ধমুখী গত দিনের নিরিখে। এর মধ্যে ১ হাজার ৯৪ জন দিল্লিতেই আক্রান্ত। আবার মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ গত ২৪ ঘণ্টায়। একদিনে ১৯৪ জন আক্রান্ত। যা সর্বোচ্চ গত একমাসের মধ্যে। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে দিল্লির জন্য। বর্তমানে ১৫ হাজার ৮৭৩ অ্যাকটিভ কেস। আপাতত ০.০৪ শতাংশ গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার।

রিপোর্ট বলছে, করোনায় প্রাণ হারিয়েছেন একদিনে ৪৪ জন। দেশে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত কোভিডে ৫ লক্ষ ২২ হাজার ১৯৩। দেশে করোনায় লাগাম টানা সার্বিকভাবে সম্ভব হলেও বিদেশের দৃশ্য কিন্তু বেশ চিন্তা ধরাচ্ছে। ইটালিতেই একদিনে যেমন আক্রান্ত ৭০ হাজারেরও বেশি। ১৪৩ জন প্রান হারিয়েছেন।

দেশে দিল্লি যতই চিন্তা ধরাক সুস্থতার হার কিন্তু বেশিই। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে যার মধ্যে সেরে উঠেছেন ১৭৫৫ জন। ৯৮.৭৫ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। যেমন টিকাকরণ প্রয়োজন তেমন টেস্টিংও। আর বিধিনিষেধ উঠে গেলেও মাস্ক পড়ুন।

Related posts

আমেরিকা কী লুকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান ‘এরিয়া-৫১’ এ ! জেনে নিন

News Desk

কোভিডে অনাথ শিশুদের পাশে কেন্দ্র, বড় ঘোষনা মোদী সরকারের

News Desk

সঙ্গীত কোরানে ‘হারাম’, লোকসংগীত গায়ককে বাড়ি থেকে টেনে বার করে হত্যা করল তালিবান

News Desk