Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারো ঊর্ধমুখী করোনা গ্রাফ, বাড়লো মৃত্যুহারও, চিন্তা ধরাচ্ছে মহারাষ্ট্রের করোনা সংক্রমণ

ভারত রীতিমতো করোনার তৃতীয় ঢেউ রুখতে সক্ষম হয়েছে। সারাদেশে আবার স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। স্বাভাবিক ভাবেই কাজ কর্মে ফিরছে মানুষ। করোনা নিয়ন্ত্রণে থাকলেও আবারো গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমন আর মৃত্যুহার বাড়লো। সাথে সাথে পজিটিভিটি রেটও বাড়লো।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১০২ জন গত ২৪ ঘণ্টায়। গতকাল ১৩ হাজারে নেমে গিয়েছিল যে সংখ্যাটা। তবে অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৬৪ হাজার ৫২২। অ্য়াকটিভ কেস (০.৩৮ শতাংশ) এক শতাংশেরও নিচে নেমে গিয়েছে। ভারতে করোনা পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২৮ শতাংশ। ধীরে ধীরে শিথিল হচ্ছে বিধিনিষেধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায়। তবে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ চিন্তায় রাখছে। যেমন সে রাজ্যে করোনা সংক্রমিত হাজারের বেশি গত ২৪ ঘণ্টাতেই । ৪৭ জন প্রাণ হারিয়েছেন।

সংক্রমণে লাগাম টানা বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে সম্ভব হলেও দেশের মৃত্যুহার এখনও খানিকটা চিন্তায় রাখছে। যেমন গত ২৪ ঘণ্টায় বাড়ল মৃতের সংখ্যা। ভারতে একদিনে ২৭৮ জন করোনায় প্রাণ হারিয়েছেন। দেশে কোভিডের বলি ৫ লক্ষ ১২ হাজার ৬২২ জন এখনও পর্যন্ত।

তবে আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা এই উদ্বেগের মাঝেও। পরিসংখ্যান বলছে, দেশে ৪ কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৮৮৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন এখনও পর্যন্ত। যার মধ্যে ৩১ হাজার ৩৭৭ জন গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন। ৯৮.৪২ শতাংশ সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত প্রায় ১৭৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেশে দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ৩৩ লক্ষের বেশি ভ্যাকসিন পেয়েছেন। টেস্টিংও টিকাকরণের পাশাপাশি চলছে। গতকাল যেমন নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষের ৮৩ হাজার ৪৩৮ জনের।

Related posts

জন্মের পরেই ছুড়ে ফেলা হল তিনতলা থেকে! মর্মান্তিক পরিণতি সদ্যোজাত কন্যাসন্তানের

News Desk

কালীপুজোর পরেই হতে চলেছে চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ! এই রাশির জাতকদের উপর পড়বে প্রভাব

News Desk

১৪ বছরের বালকের সাথে যৌন সম্পর্ক ৪৫-এর মহিলার! কুকীর্তি ফাঁস হতেই যা হলো

News Desk