দেশে আবারও কমলো করোনা সংক্রমণ। দেশে করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ৫০ হাজার ৪০৭ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭ জন। অর্থাৎ, দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক দিনে কমেছে ১৩ শতাংশ। শনিবার স্বাস্থ্য মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহ ধরে এক লক্ষের বন্ধনীর মধ্যে রয়েছে। দেশে এখন ৬ লক্ষ ১০ হাজার ৪৪৩ জন মোট করোনা আক্রান্তের সংখ্যা। অ্যাকটিভ রোগীর সংখ্যাও ক্রমশ কমছে। এখন ১.৪৩ শতাংশ এই হার। এর সাথে করোনার দৈনিক সংক্রমণের হারও নিম্নমুখী। দেশে দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় ৩.৪৮ শতাংশ। এই হার ছিল ৫.০৭ শতাংশ সপ্তাহ জুড়ে।
তবে দেশে মৃত্যুর সংখ্যা চিন্তায় রাখছে। দেশে ৮০৪ জনের মৃত্যু হয়েছে কোভিডে গত ২৪ ঘণ্টায়। কেরলে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। যদিও করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ক্রমশ বাড়ছে । এখন দেশে প্রায় 97 শতাংশ করোনা থেকে সুস্থ হওয়ার হার । করোনা নয় এরূপ অমিক্রণ ভারতে আসার পরে এই প্রথম দেশের অবস্থা কিছুটা হলেও স্বস্তি জনক ।
করোনার বাড়বাড়ন্ত কমতে থাকায় বিদেশি মানুষের জন্য গাইডলাইন বেশ কিছুটা শিথিল করা হয়েছে । নতুন গাইডলাইন অনুযায়ী বিদেশ থেকে আসা কোনো মানুষের সাত দিনের কোয়ারেন্টাইন আর প্রয়োজন নেই । তাদের 14 দিন সেলস মনিটরিং এ থাকলেই হবে । ‘এয়ার সুবিধা’ পোর্টালে বিমানে ওঠার আগে অন্তত ৭২ ঘণ্টা আগে করা আরটিপিসিআর -এর রিপোর্ট আপলোড করতে হবে। তবে করোনার প্রাথমিক টিকাকরণের সার্টিফিকেটও এর পরিবর্তে জমা করা যেতে পারে। অর্থাৎ ভ্যাকিসন নেওয়া থাকলে আরটিপিসিআর রিপোর্ট ছাড়াই বিমানে উঠতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, এই নিয়ম প্রযোজ্য শুধুমাত্র আমেরিকা, ব্রিটেন, বাংলাদেশের মতো মোট ৭২টি দেশের জন্য । ১৪ ফেব্রুয়ারি থেকে নয়া নিয়মবিধি কার্যকর হবে।