Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তৃতীয় ঢেউ পেরিয়ে এসেছে দেশ, কিন্তু তাও থেকেই যাচ্ছে চিন্তা! কেন এমন বলছেন বিশেষজ্ঞরা?

সঠিকভাবে সময়মতো করোনা বিধিনিষেধ সাথে টিকাকরণের সুফল পাচ্ছে ভারত। দেশের করোনার নিম্নমুখী গ্রাফ ছিলই বেশ কয়েকদিন ধরে কিন্তু এবার নেমে এল ২০ হাজারেরও নিচে। দেশের দৈনিক পজিটিভিটি রেট একেবারে নীচের দিকে। তবে এতকিছুর পরও যেন নিশ্চিন্ত হতে পারছেনা দেশের মানুষ। কারণ এর মধ্যেই হঠাৎ করেই এদিন দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৬৮ জন। যা অনেকটাই কম গতকালের তুলনায়। ভারতে করোনার এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৬৮ শতাংশ। আগের দিনের থেকে বেশ খানিকটা কম এই পজিটিভিটি রেটও। সংক্রমণ গত কয়েক সপ্তাহের তুলনায় কমলেও বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়ে, এখনও চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। করোনায় ভারতে একদিনে প্রাণ হারিয়েছেন ৬৭৩ জন। যা অনেকটাই বেশি গতকালের তুলনায়। দেশে ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জন এখনও পর্যন্ত কোভিডের বলি।

তবে স্বস্তি দিয়ে একলাফে অ্যাকটিভ কেস অনেকটা কমেছে। বর্তমানে দেশে ২ লক্ষ ২৪ হাজার ১৮৭ সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এর মধ্যে অ্যাকটিভ কেস কমেছে ২৯ হাজারের বেশি গত ২৪ ঘণ্টায়। করোনাজয়ীরা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জোগাচ্ছে। এখনও পর্যন্ত ৪ কোটি ২০ লক্ষ ৮৬ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৯৮.২৮ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে প্রায় ১৭৫ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ লক্ষের বেশি ভ্যাকসিন পেয়েছেন। টিকাকরণের পাশাপাশি টেস্টিংও আগের মতোই চলছে। গতকাল যেমন নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৮৭ হাজারের কাছাকাছি মানুষের।

Related posts

খাবার ও ওষুধের বিনিময়ে যৌনমিলনে বাধ্য হচ্ছেন এই দেশের নারীরা! কোথায় জানেন?

News Desk

রান্নার গ্যাস সাশ্রয় করতে চান? এই টিপস গুলি মেনে চলুন যাতে গ্যাস ও টাকা দুই সাশ্রয় হয়।

News Desk

আগুনের ৭টি শিখা এখানে নেভে না কখনও! হিমাচলের শক্তিপীঠ জ্বালামুখী মন্দিরের রহস্য আজও অজানা !

News Desk