Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মাত্র চারদিনেই ভারতে করোনা সংক্রমিত হলেন ৮০ হাজারের বেশি, উদ্বেগ অ্যাকটিভ কেসেও

আবারও বাড়ল দৈনিক সংক্রমণ । টানা চারদিনের প্রত্যেকদিনই কুড়ি হাজারের বেশি করে হয়েছে দৈনিক সংক্রমণ সংখ্যা । অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছেন আশি হাজার মানুষ মাত্র চার দিনের মধ্যে । পাশাপাশি বেড়েছে পজিটিভিটি রেট এবং অ্যাক্টিভ কেসের সংখ্যা ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫২৮ জন। যা কিছুটা বেশি আগের দিনের থেকে। দেশে করোনার অ্যাকটিভ কেস বর্তমানে ১ লক্ষ ৪৩ হাজার ৪৪৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৮৯ জন বেশি। দেশের অ্যাকটিভ কেস ০.৩৩ শতাংশ। কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র এবং বাংলা সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলির মধ্যে রয়েছে।

তথ্য বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার ৭০৯ জন। সুস্থতার হার খানিকটা স্বস্তির করোনার দৈনিক আক্রান্ত চিন্তা বাড়ালেও। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ৩০ লক্ষ ৮১ হাজার ৪৪১ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭ হাজার ৭৭০ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৪৭ শতাংশ।

এদিকে, এসব উদ্বেগের মাঝেই করোনার টিকাকরণে (Corona Vaccine) নয়া রেকর্ড গড়ার পথে। সব ঠিক থাকলে রবিবারই ভ্যাকসিনের ডোজ ২০০ কোটি দিয়ে ফেলবে ভারত। এই বিপুল পরিমাণ টিকাকরণ এত কম সময়ে সত্যিই রেকর্ড। ভারতে ভ্যাকসিন পেয়েছেন ১৯৯ কোটি ৯৮ লক্ষ ৮৯ হাজারের বেশি মানুষ এখনও পর্যন্ত। বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়া শুরু হতেই নতুন করে বাড়ছে টিকাকরণের গতি। যেমন টিকা পেয়েছেন গত ২৪ ঘণ্টায় ২৫ লক্ষের বেশি মানুষ।

Related posts

অরুণাচল প্রদেশের যুবকদের চীনের পিপল লিবারেশন আর্মি-তে নিয়োগ করতে চাইছে চীনা সরকার

News Desk

রাতারাতি অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা! আচমকা অর্থপ্রাপ্তিতে আতঙ্কিত যুবক

News Desk

সস্তি! দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামলো ৫০ হাজারের নিচে , অল্প কমলো মৃত্যুর সংখ্যাও

News Desk