দেশে করোনা গ্রাফের ওঠাপড়া অব্যাহত। গতকাল ভারতের করোনা সংক্রমণ ছিল প্রায় পাঁচ মাসে সর্বনিম্ন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সেই সংক্রমনের হার। তবে ধীরে ধীরে কমছে ভারতের করোনা অ্যাকটিভ কেস। বাড়ছে সুস্থতার হার। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ রুখে দিতে টিকাকরণের গতিও বাড়াচ্ছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। এর আগের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। এর আগের দিনের অর্থাৎ সোমবারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। তার আগের দিন অর্থাৎ রবিবার যা ছিল ৩৬ হাজার ৮৩ জন। এর আগের দিন শনিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৮ হাজার ৬৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। এর আগের দিন শুক্রবার দেশে সংক্রমিত হয়েছে ৪০ হাজার ১২০ জন। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত হলেন ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জন।
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৪০ জনের। এর আগের দিন মঙ্গলবারের তথ্য বলছে মারা গেছেন ৪৩৭ জন। এর আগের দিন অর্থাৎ সোমবার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৭ জন। রবিবার এই সংখ্যা ছিল ৪৯৩ জন। শনিবার দেশে মারা গেছিলেন ৪৭৮ জন। শুক্রবার মারা গেছেন ৫৮৫ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। এর আগের দিন মঙ্গলবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩৬ হাজার ৮৩০ জন। সোমবার সুস্থ হয়েছিলেন ৩৫ হাজার ৯০৯ জন। এর আগের দিন অর্থাৎ রবিবারের রিপোর্ট বলছে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯২৭ জন। এর আগের দিন অর্থাৎ শনিবার দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন। শুক্রবার দেশে করোনা কে হারিয়েছেন ৪২ হাজার ২৯৫। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে, দেশে এখনও অবধি সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৯২৩ জন। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৫২ শতাংশ।
এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৪১৫। এখনও অবধি করোনা টিকার ডোজ পেয়েছেন ৫৬ কোটির বেশি মানুষ।