ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল চার লক্ষ। তবে সস্তির কথা হল গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক করোনায় মৃতের সংখ্যা এবং দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী , গত ১ দিনে দেশে করোনা হানায় প্রাণ হারিয়েছেন ৮৫৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৬১৭। ভারতে এখনও পর্যন্ত করোনায় কারনে ৪ লক্ষ ৩১২ জন হতভাগ্যের মৃত্যু হয়েছে।
তবে মৃতের সংখ্যা চার লক্ষ পার করলেও ভারতে দৈনিক করোনার সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে। এই নিয়ে পর পর চারদিন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে।
দেশে করোনায় এই নিয়ে মোট আক্রান্তের ৩ কোটি ৪ লক্ষ ৫৮ হাজার ২৫১। তবে লাগাতার সংক্রমন কিছুটা কম থাকার কারণে আর দৈনিক সুস্থ্যতার হার বেশী থাকার কারণে কমছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ৬৩৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যে ভারতে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ২ কোটি ৯৫ লক্ষ ৪৮ হাজার ৩০২ জন। গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৩৮৪ জন।
পাশাপাশি দেশে চলছে টিকা করণ। এখনও পর্যন্ত ভারতে প্রায় ৩৪ কোটিরও বেশি মানুষ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। দেশে এই যাবৎ মোট ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার অবশ্য করোনা টিকাকরণের সংখ্যা বুধবারের তুলনায় কিছুটা বেড়েছে। একদিনে টিকা পেয়েছেন মোট ৪২,৬৪,১২৩ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে ১.২৪ কোটি করোনা টিকার ডোজ রয়েছে। এই কারণে মনে করা হচ্ছে আগামী তিনদিনের মধ্যে আরও ৯৪,৬৬,৪২০টি করোনা টিকার ডোজ দেওয়া যাবে।