গত ২৪ ঘন্টায় দেশে কমল দৈনিক মৃত্যু। তবে ফের ঊর্ধ্বমুখী ভারতের করোনা সংক্রমণ-গ্রাফ। সুস্থতার হার সামগ্রিক ভাবে বাড়লেও ভারতের পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতি এখনও বেশ উদ্বেগজনক। বিশেষত মহারাষ্ট্র ও কেরল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। এই পাঁচ রাজ্যের নতুন করে সংক্রমন ভাবাচ্ছে দেশের চিকিত্সক মহল কে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন। শনিবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৭৯। শুক্রবারের হেলথ বুলেটিন অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩৮ হাজার ৯৪৯ জন। বৃহস্পতিবারের হেলথ বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৪১ হাজার ৮০৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এই যাবৎ দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে রবিবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার করাল হানায় মৃত্যু হয়েছে ৫১৮ জনের। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃত্যুর সংখ্যাটি ছিল ৫৬০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৫৪২। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের প্রকাশিত রিপোর্টের পর দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জনে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে করে সুস্থতা লাভ করেছেন ৪২ হাজার ৪ জন। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪৩ হাজার ৯১৬। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪০ হাজার ২৬ জন। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যাটি ছিল ৩৯ হাজার ১৩০। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লক্ষ ৬৯ হাজার ৭৯৬ জন। করোনা সংক্রমণে ভারতে নতুন করোনা আক্রান্ত হওয়ার তুলনায় সুস্থতার হার বেশি। এই মুহূর্তে দেশে করোনা কে হারিয়ে সুস্থতা হচ্ছেন এমন মানুষের সংখ্যা ৯৭.৩১ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ৬৬০।