Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারো সংক্রমন ৪০ হাজারের উপরে, নতুন করে অ্যাকটিভ কেসের বাড়বাড়ন্ত উদ্বেগ বাড়াচ্ছে

বলাই যায় দোর গোড়ায় দাড়িয়ে করোনার তৃতীয় ঢেউ। গোষ্ঠী সংক্রমণ রুখতে ভারতের প্রায় সব রাজ্যেই জারি করা হচ্ছে কড়া কোভিড বিধিনিষেধ। আর এই সমস্ত কিছুর মধ্যেই ক্রমশঃই বাড়ছে করোনা অ্যাকটিভ কেস। আর তা নতুন করে চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যেভাবে নাজেহাল হয়েছিল সাধারন মানুষ এবং যেভাবে অক্সিজেনের হাহাকার পড়েছিল, তা স্মৃতিতে উজ্জ্বল। আর সেই কারণেই নতুন করে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যাটা উদ্বেগ বাড়াচ্ছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ৬১৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। সবচেয়ে করুণ পরিস্থিতি কেরলের। একদিনে সেখানে সংক্রমিত ২৯ হাজারেরও বেশি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ২৯ লক্ষ ৪৫ হাজার ৯০৭। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩০ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪০ হাজার ২২৫ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৬৮১ জন। সক্রিয় রোগীর ঊর্ধ্বমুখী গ্রাফই যেন তৃতীয় ঢেউয়েই বার্তা বয়ে আনছে। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২১ লক্ষ ১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৮৫ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশে সাড়ে ৬৭ কোটিরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন ৫৮ লক্ষ ৮৫ হাজারের বেশি

Related posts

হিন্দুদের পবিত্র মাস কার্তিক, এই মাসে মেনে চলুন এই ৭টি নিয়ম, সৌভাগ্য মিলবেই জীবনে

News Desk

১৬ বছরের মেয়েকে বিয়ে করার জেদ ৫৫ বছরের ব্যাক্তির! না বলায় গলায় ধারালো অস্ত্রের কোপ

News Desk

প্রকাশ্য রাস্তায় মহিলাকে চড়, লাথি মারছেন এক ব্যক্তি! বাধা দিল না কেউ! কি কারণ?

News Desk