Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝে স্বস্তি! দেশে কমছে করোনা আক্রান্তের সংখ্যা , মৃত্যু ফের ২ হাজার

গোটা জুন মাস জুড়ে দেশে দ্রুত হারে কমেছিল করোনা আক্রান্তের সংখ্যা , তারপর জুলাই মাসে হঠাৎই থমকে গেছিল করোনা সংক্রমনের হ্রাস পাওয়ার গতি। দৈনিক করোনা সংক্রমনের গ্রাফ থাকছিল প্রায় সমান্তরাল। সামান্য হেরফের হলেও খুব একটা পার্থক্য আসছিল না দেশের দৈনিক করোনা সংক্রমনের বা করোনায় মৃতের হারে। আসন্ন তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার সাথে সাথে এই গ্রাফও রাখছিল চিন্তায়। কিন্তু আজকের করোনা সংক্রমনের তথ্য সস্তি দিল দেশবাসীকে। কিন্তু উদ্বেগ বাড়লো মৃত্যু

গত ১১৮ দিনের মধ্যে আজই সবচেয়ে নিন্ম দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯০৬ জন। ভারতে করোনা কে হারিয়ে সুস্থতার সংখ্যা ৯৭.২৮ শতাংশ।

70 years old women get her eyesight back after first dose of covishiled

স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৭ হাজার ২৮২।

পাশাপাশি দেশের হেলথ বুলেটিন অনুযায়ী করোনা সংক্রমনের কারণে গত ১ দিনে দেশে মারা গিয়েছেন (Coronavirus) ২ হাজার ২০ জন। এর আগের দিন মারা গিয়েছিলেন ৭২৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৭৮৪ জনের।

গত ২৪ ঘণ্টার সাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে দেশে করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান বলছে, এই যাবৎ দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ৬৩ হাজার ৭২০ জন।

দেশের বর্তমান করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৭৭৮ জন। দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০৯ দিনে সর্বনিম্ন।

পাশাপাশি দেশে চলছে করোনা টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় প্রায় ৪০.৬৫ লক্ষ ভারতের মানুষ করোনা টিকা পেয়েছেন। এই নিয়ে এখনও পর্যন্ত ভারতে ৩৮.১৪ কোটিরও কিছু বেশি মানুষ করোনা টিকার ডোজ গ্রহণ করেছেন।

Related posts

চকলেট ভেবে পাঁচ বছরের শিশু খেয়ে ফেলল ‘যৌনতা বর্ধক ট্যাবলেট’! প্রতিক্রিয়ায় হতবাক চিকিৎসকেরাও

News Desk

বিয়ে করে লুটে নিত পাত্রের যথাসর্বস্ব! লুটেরি দুলহান গ্যাং – এর কাহিনী হার মানাবে সিনেমা কে

News Desk

ভিকি- ক্যাটের বিয়েতে মোবাইল ফোনে সেল্ফি নিষিদ্ধ হলে যাবেন না এই বলিউড অভিনেতা! স্পষ্ট জানালেন

News Desk