Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আবারও দেশে করোনায় আক্রান্ত ৪০ হাজার, বাড়ল মৃত্যু, ডেল্টা প্লাসে আক্রান্ত হয়ে মৃত্যু মহারাষ্ট্রে

দেশে এখনও দাপট দেখাচ্ছে করোনা সংক্রমণ। সাথে সাথে মৃত্যুও বাড়ল। যা নিয়ে উদ্বেগ দেশের স্বাস্থ্য মহলে। একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন প্রায় ৬০০ এর কাছাকাছি মানুষ। দৈনিক আক্রান্তের (Daily Covid Cases) গন্ডি আবারও পার করলো ৪০ হাজার। পাশাপাশি করোনার নতুন প্রজাতি ডেল্টা প্লাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল মহারাষ্ট্রে। এক মহিলার মৃত্যু হল এই প্রজাতির কারণে মুম্বইয়ে। জানা গিয়েছে ওই মহিলার শরীরে ছিল একাধিক কো মর্বিডিটি। পাশাপাশি ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। মহারাষ্ট্রে এই প্রথম ডেল্টা প্লাসে মৃত্যু হল। মুম্বইয়ে যে সাত জনের দেহে করোনা ডেল্টা প্লাস (Delta Plus) প্রজাতির খোঁজ মিলেছিল, এই মহিলাও ছিলেন তাঁদের মধ্যে। চিন্তা বিষয় হল মহিলা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন। তার পরেও রক্ষা পায়নি করোনা থেকে। অক্সিজেন সাপোর্ট, স্টেরয়েড ইঞ্জেকশন এবং করোনা রেমডেসিভির ওষুধ প্রয়োগ করেও তাকে বাঁচানো যায়নি।

এইদিকে আজও দেশে করোনায় নতুন করে আক্রান্ত হলেন ৪০ হাজার ১২০ জন। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ১৯৫ জন। এর আগের দিন বুধবার দেশে করোনা সংক্রমিত হয়েছিল ৩৮ হাজার ৩৫৩ জন। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩৫ হাজার ৪৯৯। তার আগের দিন অর্থাৎ রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৭০ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ১৭ হাজার ৮২৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৫ জন। বৃহস্পতিবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৯০ জন৷ এর আগের দিন বুধবার দেশে করোনায় মারা গেছেন ৪৯৭ জন। তার আগের দিন মঙ্গলবার করোনার কারণে মারা গেছেন ৩৭৩ জন। তার আগের দিন সোমবার একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৪৭। রবিবার দেশে করোনায় মারা গেছেন ৪৯১ জন। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৫৪ জনের।

অবশ্য দেশে করোনা কে প্রতিহত করে সুস্থতার সংখ্যা বেশ ভালো। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ২৯৫। এর আগের ২৪ ঘন্টায় বৃহস্পতিবার সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৯ জন। বুধবার দেশে সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৩ জন। মঙ্গলবার দেশে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫১১ জন। সোমবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬২৮ জন। এর আগের দিন রবিবার করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১০ জন। এই নিয়ে দেশে করোনা কে হারিয়ে মোট সুস্থ হলেন ৩ কোটি ১৩ লক্ষ ২ হাজার ২৪৫ জন। দেশে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ২২৭।

Related posts

২১শে ডিসেম্বর: তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার এবং যা কিছু এই দিনকে স্মরণীয় করে রেখেছে

News Desk

সোশ্যাল মিডিয়ায় চাকরি দেওয়ার নাম করে ডাকা হলো! ইন্টারভিউ দিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা তরুনীর

News Desk

আমেরিকা কী লুকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান ‘এরিয়া-৫১’ এ ! জেনে নিন

News Desk