Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্তিমিত হচ্ছে করোনার তৃতীয় ঢেউ! হ্রাস পাচ্ছে দৈনিক সংক্রমণ! তবে চিন্তায় রাখছে মৃত্যু

আস্তে আস্তে হ্রাস পাচ্ছে করোনা তৃতীয় ঢেউয়ের গতি। গত কয়েকদিন আগেও পরপর কয়েকদিন তিন লাখের গন্ডি পার করলেও তারপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে দেশের করোনা গ্রাফ। আর সেই থেকেই আশা জেগেছে! তাহলে কি কমছে করোনা সংক্রমনের দাপট, দেশ ঘুরে দাঁড়াচ্ছে তৃতীয় ঢেউয়ের ধাক্কা থেকে? স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, আজ গতকালের তুলনায় ১০ শতাংশ হ্রাস পেলে করোনা দৈনিক সংক্রমণ। আজকে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। যা আগের দিনের থেকে বেশকিছুটা কম। কিন্তু আজ বেড়েছে সংক্রমণের হার। রবিবারের সাপেক্ষে দেশের করোনা পজিটিভিটি রেট বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১৫.৭৭ শতাংশ এ।

অবশ্যই চিন্তায় রাখছে করোনা ভাইরাসের হানায় হওয়া মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশের মৃত্যুর সংখ্যা হাজারের আশেপাশে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৯ জন। মৃতের সংখ্যা অবশ্য গতকাল অর্থাৎ রবিবার এর থেকে বেশ কিছুটা বেশি। কিন্তু মৃতের সংখ্যায় যোগ হয়েছে কেরালা রাজ্যের করোনা সংক্রমনের মৃত্যুর কিছু পুরনো ‘ব্যাকলগ’। এর কারণে এক লাফে ভারতে মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গিয়েছে।

কিন্তু সব থেকে বড় স্বস্তির বিষয় দেশে যেমন দ্রুত হারে বেড়ে ছিল করোনা সক্রিয় রোগীর সংখ্যা তেমনই এবারে নিম্নগামী অ্যাক্টিভ কেস। এর কারণ অবশ্যই দৈনিক সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা কে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন। এই পর্যন্ত দেশে করোনা জয়ীর সংখ্যা ৩ কোটি ৮৯ লক্ষ ৭৬ হাজার ১২২ জন। বর্তমানে দেশে করোনা অ্যাক্টিভ কেস বা সক্রিয় রোগী ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮ জন। যা গতকালের থেকে প্রায় ৫০ হাজার হ্রাস পেয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই যাবৎ ভারতে প্রায় ১৬৬ কোটি ৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। তবে করোনা সংক্রমণ যতই হ্রাস পাক এখনো কোনোভাবেই ঢিলা দেওয়ার সময় আসেনি বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, উপযুক্ত করোনা বিধি মেনে চলতে হবে, না হলেই ফের বিপদ। 

Related posts

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রায় দান। শেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক শভিনের জন্য কি বিচার দিলো মার্কিন আদালত?

News Desk

কাকতালীয়! একই সাথে গর্ভবতী একটি হাসপাতালের একই বিভাগের ১০ জন নার্স ও ১ ডাক্তার!

News Desk

অনলাইনে ৪০০ টাকার কেক অর্ডার করে ১ লক্ষ ৬৭ হাজার টাকা খোওয়ালেন মহিলা! কিভাবে

News Desk